ছাগলনাইয়ার চম্পক-নগর রাস্তার মাথা থেকে মাদকসহ মাদক কারবারি নুরুন্নবী রনিকে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে আটটার দিকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে হুইস্কিসহ ১৮ বোতল মাদক উদ্ধার করা হয়। সে জোরারগঞ্জ থানার দক্ষিণ সোনাপাহাড় গ্রামের সামছুদ্দিন সওদাগর বাড়ির সামছুল আলমের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় মামলা হয়েছে বলে জানান ওসি নজরুল ইসলাম।