1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধন রায়পুর সরকারি কলেজে গাজীপুরের শ্রীপুরে পৃথক স্থান থেকে দুইজনের ঝুলন্ত লাশ উদ্ধার ঢাকা শহরটি ঘিঞ্জি হয়ে যাচ্ছে; ইট, বালু, সিমেন্ট ও লোহা-লক্কড়ের আবর্জনায় ভরে উঠছে ইজিবাইক চালককে আটকে রাতভর নির্যাতন, মাদক দিয়ে উলঙ্গ করে ছবি ও ভিডিও ধারণ, থানায় অভিযোগ দীর্ঘদিন যাবত সাইবার নিরাপত্তায় কাজ করে যাচ্ছেন মোস্তাহান মাহমুদ বাঁধন পলাশবাড়ীতে জামায়াত নেতা সাংবাদিক বাবু আবারও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু মানিকগঞ্জে আমার দেশ পত্রিকার সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য প্রকৌশলের ০৩ প্রকৌশলী ও ০১ ঠিকাদারের বিরুদ্ধে দুদকের মামলা শ্রীপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে ঘাতক স্বামী

মানিকগঞ্জে আমার দেশ পত্রিকার সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

মিরাজ খান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে আমার দেশ পাঠকমেলা। এতে সাংবাদিক, আইনজীবী, মানবাধিকারকর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান এবং পত্রিকাটির অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আমার দেশের জেলা প্রতিনিধি ও বাংলাভিশনের মানিকগঞ্জ প্রতিনিধি মো. আকরাম হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আহবায়ক কমিটির উপদেষ্টা গোলাম ছারোয়ার ছানু, সাবেক সাধারণ সম্পাদক অতিন্দ্র চক্রবর্তী বিপ্লব, প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য কাবুল উদ্দিন খান, মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক বিএম খোরশেদ, মানিকগঞ্জ সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক মঞ্জুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী সমিতির নির্বাচিত সদস্য এ্যাড. মুরাদ হোসেন, আমার দেশের দৌলতপুর উপজেলা প্রতিনিধি মো: নুরুল ইসলাম, ঘিওর উপজেলা প্রতিনিধি হালিমুর রহমান ডিউক, সিংগাইর উপজেলা প্রতিনিধি আব্দুল মোতালেব, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন দিশারীর সভাপতি হাসান সিকদার প্রমুখ বক্তারা বলেন মাহামুদুর রহমান একজন খ্যাতিমান সাংবাদিক যিনি দীর্ঘদিন যাবত সাহসিকতার সঙ্গে লেখালেখি করেছেন । তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা মত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ ও সাংবাদিকদের কণ্ঠ রোধ করার অপচেষ্টা। একটি স্বাধীন রাষ্ট্রে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার অধিকার থাকা উচিত। অন্যথায় গণতন্ত্র চরম হুমকির মুখে পড়বে। বক্তারা আরো বলেন, ‘মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা এই মামলা সাংবাদিকতার স্বাধীনতা হরণের স্পষ্ট প্রয়াস। মাহমুদুর রহমান এবং তার সহকর্মীরা দীর্ঘদিন ধরে দুর্নীতির বিরুদ্ধে লেখনী চালিয়ে যাচ্ছেন, যা অনেকের গাত্রদাহের কারণ হয়েছে। ‘গণমাধ্যমের কণ্ঠরোধের এই অপচেষ্টা দেশের মুক্ত গণতন্ত্রের ওপর আঘাত। আমরা এ ধরনের হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানাই।’

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com