মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় গ্রামীণ উন্নয়ন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এবং গ্রামের আলো সংস্থা নামে দুটি এনজিও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে। সংস্থাগুলোর মাধ্যমে শত শত গ্রাহকের কাছ থেকে বিভিন্ন সঞ্চয় ও ঋণ প্রকল্পের নামে টাকা আদায় করা হয়। কিন্তু হঠাৎ করেই প্রতিষ্ঠান দুটি তাদের কার্যক্রম গুটিয়ে ফেলেছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা পালিয়ে গেছেন বলে অভিযোগ।
প্রতারণার সঙ্গে জড়িত চারজনের নাম উঠে এসেছে—জগন্নাথ চন্দ্র দাস, রজ্জব আলী, আলম হোসেন ও মোহাম্মদ আলী। অভিযোগ রয়েছে, তারা এলাকার সহজ-সরল মানুষকে উন্নয়নমূলক কাজ, লাভজনক বিনিয়োগ ও আর্থিক সহায়তার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা আদায় করে। কিছু গ্রাহক তাদের জীবনের সমস্ত সঞ্চয় হারিয়ে এখন দিশেহারা।
স্থানীয় ভুক্তভোগীরা জানান, গত কয়েক মাস ধরে প্রতিষ্ঠান দুটির কার্যালয় বন্ধ রয়েছে। বারবার যোগাযোগ করার চেষ্টা করেও কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। অনেকেই অভিযোগ করেছেন, অফিস বন্ধ হওয়ার আগে শেষ মুহূর্তেও তারা নতুন সঞ্চয় গ্রহণ করেছে।
একজন ভুক্তভোগী বলেন, “আমি নিজের সব জমির টাকা তুলে সঞ্চয় করি। এখন দেখি সব গেল। আমাদের তো পথে বসতে হবে।”
এ বিষয়ে শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “এখন পর্যন্ত আমরা এ বিষয়ে কয়েকটি মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
মানিকগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এনজিও দুটি সরকারি কোনো অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছিল।
এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীরা দ্রুত বিচার ও তাদের টাকাগুলো ফেরতের দাবি জানিয়েছেন।