জমি সংক্রান্ত বিরোধ নিয়ে শালিসি বৈঠক চলছিলো।সেখানে তর্কবির্তকের এক পযায়ে বাঁধে সংর্ঘষ।চাচাতো বোন জামাইয়ের কামড়ে কান হারান শ্যালক নজরুল ইসলাম।স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও কানের বিচ্ছিন্ন অংশ পাওয়া যায়নি।সংর্ঘষে আহত হয়েছেন নারীসহ আরো অন্তত্ব ৫ জন। রোববার(১৮ মে) দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঝড়িরারবাগ গ্রামে এ ঘটনা ঘটে।এঘটনায় রাতে থানায় অভিযোগ হয়েছে। কান হারানো মোঃ নজরুল ইসলাম আইসিটি অধিদপ্তরের জেলা কাযালয়ের কম্পিউটার অপারেটর।বর্তমানে গুম কমিশনে কম্পিউটার অপারেটর হিসাবে সংযুক্তিতে আছেন। মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নজরুল ইসলাম জানান, পৈত্তিক সম্পত্তি নিয়ে তার চাচা আবুল হায়াতের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। রোববার এ বিষয়ে বাড়িতে শালিসি বৈঠকের আয়োজন করা হয়।ওই শালিসে তিনজন ইউপি সদস্য ও গ্রামের মাতব্বরগণসহ প্রায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। শালিসি বৈঠকেই চাচার লোকজন তাদের ওপর হামলা চালায়।এসময় চাচাতো বোন জামাই মোঃ রাব্বি তার(নজরুলের)বাম কান কামড়ে ছিঁড়ে নিয়ে যায়।কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয় নজরুলের ছোট ভাই সজিব, বোন জামাই দুর্জন আলী ও ছোট বোন হাজেরা বেগমকে।তাদেরকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় রোববার রাতে থানায় লিখিত অভিযোগ করেছেন নজরুল ইসলাম। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)কামাল হোসেন জানান, শালিসি বৈঠকে কান ছিঁড়ে নেয়ার ঘটনা তিনি শুনেছেন।থানায় দুই পক্ষই লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।