মানিকগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শুক্রবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে মানিকগঞ্জ জেলার সদর উপজেলার পশ্চিম সেওতা গ্রামের বাবুল মিয়ার খাবারের হোটেলের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে বান্দুটিয়াগামী ইট সলিং রাস্তার উপর হইতে তাঁদের গ্রেফতার করা হয়।
মাদক ব্যবসায়ীরা হলেন-শরিয়তপুর জেলার ডামুড্যা উপজেলার বড় সিদুর কোড়া (শিধলকুড়া) গ্রামের মো. মতিউর রহমান ওরফে মতিনের ছেলে মো. নাজমুল হাসান (৩০), তিনি বর্তমানে মিরপুর-১৩ এর এ ব্লক-৩৮১ টিনসেট কলোনীতে বসবাস করছেন। গোপালগঞ্জ জেলার সদর উপজেলার ডাইল্লা পশ্চিম পাড়া গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে মুরাদ (৩৫),তিনি বর্তমানে মিরপুর-১০ এর সেনপাড়া পর্বতার ইউনুছ মিয়ার বাড়ি (বাসা নং-১১০) বসবাস করছেন।
মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার ঘাড়িয়ালা (কাজীপাড়া) গ্রামের কাজী মোকসেদের ছেলে কাজী হাসেম (৩৩)।
ডিবি ও মামলা সূত্রে জানাযায়,গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে নাজমুল হাসানের কাছ থেকে ৪০ পিস, মুরাদের কাছ থেকে ৩০ পিস ও হাসেমের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ২৭ হাজার টাকা।
ডিবির ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন,
“মাদক ব্যবসার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।”