দৈনিক দিনের কন্ঠ প্রতিকায় সবার অভিযোগ সুনে আমি (মোঃ মোস্তাফিজুর রহমান) জেলা প্রতিনিধি একটা এপ্লাই করি (০১/২৮/২০২৫) তার পরে দিন আমাকে প্রতিকার সম্পাদক একটা মেসেজ পাঠায় ইকুপমেন্ট ফরম পুরন করতে হবে এবং ৫৫০ টাকা কার্ড ফিতা নিয়গ পত্র ইত্যাদি এর জন্য আমিও সব পুরন করে টাকা পাঠাইয়া দিলাম তারপর তাকে কল দিলে বলে আমি বাহিরে আছি পরে চেক করে জানাবো এইরকম করে আমাকে ৫দিন যাবত ঘুড়ায় ৫দিন পরে আমাকে বলে আপনি তো সুধু ইকুইপমেন্ট পেমেন্ট করছেন প্রতিকার খরচ পুরন করেন নায় এই বলে আরো ১০০০টাকা চায় পরে আমি বললাম আমি আপনার প্রতিকায় কাজ করবো না আমরি যেই টাকা দিছি সেটা ফেরত দেন উনি বলে পেমেন্ট কখনো ফেরত হয় না বলে ফোনটা কেটে দিছল। এই ভাবে মানুষের সাথে প্রতারনা করা লোকজনদের আইনের আওতায় আনা হোক।