নওগাঁর মান্দা উপজেলার জোতবাজার নামক বাজারে স্বর্ণের দোকান সহ ৬টি দোকানে গভীর রাতে একাধিক দোকানে চুরির ঘটনা ঘটেছে। সংবদ্ধ চোরের দলটি এক এক করে স্বর্ণের দোকান, মোবাইল সার্ভিসিং, ওষুধ, বিকাশ, কম্পিউটারসহ মোট ছয়টি দোকানের তালা ভেঙে মালামাল ও নগদ অর্থ-কড়ি চুরি করে নিয়ে গেছে।
চুরি হওয়া দোকানগুলো হলো
১.আশরাফুল ইসলাম বিকাশ ব্যবসা
২. সুভাষ স্বর্ণের দোকান
৩. রানা কম্পিউটার
৪. রতন কুমার ডেন্টাল
৫. হিরো মোবাইল সার্ভিসিং ও ব্যাটারি
৬. শরীফ আহমেদ ফার্মেসি
ভুক্তভোগি দোকানদারগন দেশ বুলেটিন কে জানান, “প্রতিদিনের মতো সকালে দোকান খুলতে এসে দেখি অনেক মানুষের সমাগম, পরে এসে দেখি দোকানগুলো চুরি হয়েছে। চোরেরা কোন দোকানের তালা ভেঙে আবার কোন দোকানের পেছন দিক দিয়ে টিন কেটে ভিতরে ঢুকে একই সারির ৬টি দোকানে চুরি করেছে। এমনকি দোকানে থাকা সিসিটিভি ক্যামেরাগুলোও খুলে নিয়ে গেছে।”
এ ঘটনায় ব্যবসায়ী মহলে চরম আতঙ্ক বিরাজ করছে। চুরি হওয়া দোকান মালিকগণ দ্রুত তদন্ত ও চোরদের গ্রেপ্তারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ সময় উপস্হিত ছিলেন ১০ নং নূরুল্যাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো: জায়দুর রহমান, তিনি জানান- অতি দ্রুত চুরকে সনাক্ত করে আইনের কাছে সোপর্দ করা হবে। তিনি আরো বলেন ব্যবসায়ীদের সতর্কতা বৃদ্ধি এবং সেই সাথে উক্ত বাজার কমিটির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে…