রংপুরের মিঠাপুকুরে আন্তঃ জেলা গরু চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার ও চুরির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র এবং একটি ট্রাক জব্দ করেছে মিঠাপুকুর থানা পুলিশ। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) ভোর রাতে উপজেলার গড়ের মাথা এলাকায় তাদের আটক করা হয়।
আটক চোর চক্রের সদস্যরা হলো, বগুড়া জেলার মালগ্রাম পূর্বপাড়ার আজগর আলীর ছেলে সোহেল রানা (৩২), গোবিন্দগঞ্জ উপজেলার চাপারগঞ্জ গ্রামের হামেদ আলীর ছেলে ফারুক হোসেন (২৫), চাঁদপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে রবি শেখ (২৭) এবং মাখতা পূর্বপাড়া গ্রামের মহব্বত মিয়ার ছেলে আব্দুর রহমান (২৫)।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে আন্তঃ জেলা গরু চোর চক্রের সদস্যরা মহাসড়কে একটি ট্রাক রেখে মিঠাপুকুর উপজেলার ফকিরেরহাট সংলগ্ন হাড়ড়পাড়া গ্রামে ঢুকে কৃষক আতিয়ার রহমানের ঘর থেকে চারটি গরু চুরির চেষ্টা করার সময় গ্রামবাসী টের পেয়ে চোরদের ধাওয়া করেন। চোর চক্রের সদস্যরা নিজেকে বাঁচাতে দ্রুত মহাসড়কে রাখা ট্রাকে উঠে পালিয়ে গেলে লোকজন চিৎকার শুরু করেন। এসময় মিঠাপুকুর- ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কে পেট্রোল ডিউটির দায়িত্বে ছিলেন এসআই ছাইয়ুম তালুকদার। তিনি চিৎকার শুনে ঘটনাস্থলে এলে বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি)-কে বিষয়টি অবগত করলে তিঁনি দ্রুত দিক-নির্দেশনার মাধ্যমে পুলিশের দুটি টিম রংপুর-ঢাকা মহাসড়কের গড়েরমাথা নামক এলাকায় বেরিকেট দিয়ে ট্রাক ও চোর চক্রের সদস্যদের আটক করে থানায় নিয়ে যান।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া অব্যাহত আছে। সংঘবদ্ধ এই আন্তঃ জেলা গরু চোর চক্রটির সাথে আরও কারা জড়িত আছে আমরা জানার চেষ্টা করছি।গরু চুরিসহ যেকোন অপরাধ দমনে আমরা জিরো টলারেন্স-এ আছি।