রংপুরের মিঠাপুকুর উপজেলায় এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর বাস্তবায়নে এনলাইটেন হার্টস প্রকল্প (ইএইচপি) অর্থায়নে গতকাল সোমবার এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর আঞ্চলিক অফিস কার্যালয়ে প্রকল্প উপদেষ্টা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন,এসআইএল ইন্টান্যাশনাল বাংলাদেশ এর এ্যাসোসিয়েট ডিরেক্টর-প্রোগ্রামস্ পিন্টু এলবার্ট পিরিছ, এ্যাসিসটেন প্রোগ্রাম ম্যানেজার লিটন রেমা ও এসআইএল ইন্টান্যাশনাল বাংলাদেশ মিঠাপুকুর উপজেলার এরিয়া ম্যানেজার রনজিত কেরকেটা । উন্মুক্ত আলোচনা সভা শুরুর আগে প্রকল্পের এরিয়া ম্যানেজার রনজিত কেরকেটা প্রকল্পে উপদেষ্টা কমিটির আলোচনা সভায় প্রমান্য ভিডিও চিত্র প্রজেক্টরের মাধ্যমে ওরাওঁ(কুডুঁক্ষ ও সাদ্রী) সাঁওতাল, মুন্ডা(পাহান), মাহাতো ও মাহালী জাতিগোষ্ঠীর ইতিহাস ও পরিচিতি, গবেষনা, ভাষা উন্নয়ন, হরফ বাছাই, লিখন রীতি উন্নয়ন, বর্ণমালা তৈরী, অবিধান, উপকরণ উন্নয়ন,মাতৃভাষা ভিত্তিক শিক্ষা, বহুভাষিক শিক্ষা, ভাষা শিখন কেন্দ্র , মায়েদের দল,শিখন চক্র, যুব উন্নয়ন, স্বাস্থ্য পরিচর্যা, সাধারন সচেতনতা সমূহ, কমিটির কাছে প্রত্যাশা, প্রকল্পের অভিভাবক, পরার্মশদাতা, তথ্য সরবরাহ/ সহভাগিতা, পর্যালোচনা ও ফলো-আপ, এ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং, যোগাযোগকারী, প্রাত্যহিক সহভাগিতা, টেকসই পরিকল্পনা ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে প্রকল্পের উপদেষ্টা কমিটির আলোচনা সভায় উন্মুক্ত বক্তব্য রাখেন, প্রকল্প কমিটির কার্যকারী সদস্য ও উপজেলা জাতীয় আদিবাসী পরিষদ সভাপতি মোহন লাল কুজুর, সাধারণ সম্পাদক গোলাপ বাড়া, সাংবাদিক বাবুলাল মার্ডি, সিরাজ মাহাতো, রেমিশ কেরকেটা, পুতুল কেরকেটা, আইরিন সরেন, বিন্দু বালা, রিপন পাহান,রুনি পাহান, পুতুল মাহালী, রুত হেম্ব্রম ও মার্থা খাঁ খাঁ প্রমুখ।