চট্টগ্রাম মিরসরাই ১ উপজেলার করেরহাট ইউনিয়ন ৭ নং ওয়ার্ড পশ্চিম অলিনগর মহাজন গ্রামের বাসিন্দা,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, মিরসরাই মাটি ও গণমানুষের নেতা, মরহুম ওবায়দুল হক খন্দকারের সুযোগ্য কন্যা,মিরসরাই বিএনপি নেত্রী, মিসেস আইরিন পারভীন খন্দকারের নিজ বাড়িতে, চেয়ারম্যান ওবায়দুল হক খন্দকার নূর নাহার ফাউন্ডেশন স্মরণে ও আইরিন পারভিন খন্দকারের অর্থায়নে, এলাকার জনসাধারণের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে, ইফতার সামগ্রী বিতরণের আয়োজন করেন, উক্ত ইফতার সামগ্রী বিতরণ আয়োজনী অনুষ্ঠানে,আইরিন পারভিন খন্দকার দেশের বাহিরে থাকায় উপস্থিত থাকা সম্ভব হয়নি, তবে উক্ত ইফতার বিতরণী অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বারইয়াহাট পৌরসভা বিএনপি’র যুবদল নেতা, মনজুর হোসেন সুমন, এতে সভাপতিত্য করেন আবুল খায়ের সাবেক মেম্বার, প্রধান অতিথি হিসেবে ছিলেন নুর ইসলাম, সাবেক যুগ্ন আহবায়ক মিরসরাই উপজেলা ছাত্রদল, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, নুরুল আবছার, আরো উপস্থিত, নুরুল আমিন ভূইয়া, নুরুল আলম খন্দকার, ইব্রাহিম, নজরুল ইসলাম, শামীম খন্দকার, চাপা খন্দকার, আফতাব খন্দকার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি ও ছিল বেশ ভালো, এতে এলাকার শত শত নারী -পুরুষের মাঝে আজকে ৬,৩,২৫, রোজ বৃহসপ্তিবার সকালে ইফতার সামগ্রী বিতরণী কাজ শান্তিপূর্ণভাবে সম্পুর্ণ করেন, পরিশেষে বারইয়ারহাট পৌরসভা বিএনপি যুবদল নেতা মনজুর হোসেন সুমন, মরহুম ওবায়দুল হক খন্দকার ও তার অগ্নিকন্যা আইরিন পারভিন খন্দকারের জন্য সকলের কাছে দোয়া চেয়ে আজকের ইফতার বিতরণী অনুষ্ঠান শেষ করেন।