টাঙ্গাইলে মির্জাপুরে মিজানুর সিকদার নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বসত বাড়ি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। (২৯) জুন রবিবার মির্জাপুর থানায় অভিযোগ করেন ভুক্তভোগী নারী শিল্পী বেগম। অভিযুক্ত মিজানুর সিকদার উপজেলার বহুরিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বিল গজারিয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে। তিনি ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে। উপজেলা বহুরিয়া ইউনিয়নের বিল গজারিয়া গ্রামের রফিক সিকদারের স্ত্রী শিল্পী বেগম থানায় লিখিত অভিযোগ করেন। শিল্পী বেগমের রেকর্ড কৃত পৈত্রিক সম্পত্তি ১৬ শতাংশ জমিতে দীর্ঘদিন যাব গড় নির্মাণ করে পরিবার সহ বসবাস করেন।সম্প্রীতি মিজানুর সিকদার জমিটির মালিকানা দাবি করে সেটি দখলের চেষ্টা করেন এবং দেয়াল নির্মাণের জন্য বাড়িতে হামলাও ভাঙচুর করেন। এর পাশাপাশি শিল্পী বেগমকে হত্যা ও ভয়ভীতি দেখান। এর জেরে মিজানুর শিকদার ও তার স্ত্রী জয়নব বেগমের নামে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের বিষয়ে মিজানুর সিকদার বলেছেন, শিল্পী বেগমের দেবর শহিদুল মিয়ার কাছ থেকে ১৩ শতাংশ ৩৪পয়েন্ট জমি ক্রয় করেছি। সেই জমিতে দেয়াল নির্মাণ করার চেষ্টা করেছিলাম। আমি অন্যের জমিতে দেয়াল নির্মাণ করতে যায়নি। আমি আমার জমিতে দেয়াল নির্মাণ করতেছিলাম। পরে শিল্পী বেগম থানায় আমার নামে মিথ্যা অভিযোগ করেন।