২২-০৩-২৫ তারিখ ১৬:০০ ঘটিকা হতে ২৩-০৩-২৫ তারিখ ০২:০০ টা পর্যন্ত একটানা ১০ ঘন্টা মির্জাপুর উপজেলায় অবৈধভাবে মাটি কাটা বন্ধ করতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪টি পয়েন্ট হতে ৪জনকে আটক করা হয় এবং অন্য পয়েন্টগুলোতে কাউকে না পাওয়ায় আটক করা সম্ভব না হলেও পয়েন্টগুলো বন্ধ করে দেওয়া হয়। আটককৃত রাজিব শিকদার, পিতা: আবুল হোসেন সিকদারকে ৫,০০,০০০/- টাকা, আহাদ হোসেন, পিতা: লুৎফর রহমানকে ১,০০,০০০/- টাকা, সরোয়ার হোসেন, পিতা: নুরুল ইসলামকে ২,০০,০০০/- টাকা এবং হৃদয়, পিতা: কবির হোসেনকে ১,০০,০০০/- টাকা ৪টি মামলায় মোট ১০,০০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব এ. বি. এম. আরিফুল ইসলাম এবং সহকারী কমিশনার ভূমি জনাব মো: মাসুদুর রহমান। অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে মির্জাপুর থানা পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যবৃন্দ।