টাঙ্গাইল মির্জাপুরের ঐতিহ্যবাহী গরু মহিষ ও ছাগলের এক বিশাল হাট বসে প্রতি শনিবারে কাইতলা বাজাব। সম্প্রতি এই হাটের নতুন ইজারাদার পাওয়ার জন্য হাটের ডাক তুলা হয় টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে। সর্বোচ্চ দর হাকিয়ে কাইতলা গরুর হাটের নতুন ইজারাদা পায় মাসুদুর রহমান দারগালী নতুন ইজারাদার কে মির্জাপুর প্রশাসন নির্বাহী ম্যাজিষ্ট্রেট শনিবার সকালে হাট বুঝিয়ে দিতে যৌথ বাহিনী নিয়ে উপস্থিত হয়ে হাট বুঝিয়ে দেন। উল্লেখ্য এ গরুর হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার গরু মহিষ ও ছাগল নিয়ে আসেন ব্যাবসায়ীগন এবং এখান থেকে ঢাকা সহ সারাদেশে গরু কিনে নিয়ে যান ক্রেতারা।