ময়মনসিংহের মুক্তাগাছা শহীদ স্মৃতি কলেজে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে। সোমবার (১৪এপ্রিল) সকাল ৯টায় কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয় বৈশাখী র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা-ইলিশের বিশেষ আয়োজন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: বশির উদ্দিন খান। তিনি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, “নববর্ষ আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এই দিনটি আমাদের ঐতিহ্য ও উৎসবের প্রতীক। শিক্ষার্থীদের মাঝে এই সংস্কৃতি চর্চা এগিয়ে নিয়ে যেতে হবে।” অনুষ্ঠানে অংশগ্রহণ করে কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান, নৃত্য ও কবিতা আবৃতির মাধ্যমে বাংলা সংস্কৃতির নানা দিক তুলে ধরে। পরিবেশিত হয় লোকজ সঙ্গীত ও নৃত্য, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। পরে কলেজের পক্ষ থেকে অতিথিদের জন্য আয়োজন করা হয় পান্তা-ইলিশ ও বৈশাখী খাবারের ভোজ। আনন্দঘন এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ এনে দেয়। নববর্ষের এই আয়োজনকে কেন্দ্র করে পুরো কলেজ প্রাঙ্গণজুড়ে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীরা নানা রঙের পোশাক, আলপনা ও হাতে-পাখার মাধ্যমে বাংলা নববর্ষকে বরণ করে নেয়।