1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২৯ জুন ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে রংপুর এক্সপ্রেস ট্রেনের দুই কোচ লাইনচ্যুত টাঙ্গাইলে ৫লক্ষ টাকার চোরাই গজারী কাঠ ভর্তি ট্রাক জব্দ, গ্রেপ্তার২ পাইকগাছা থানা পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি -৩ পরোয়ানা ভূক্ত -৩ সহ ৬ জন আসামি গ্রেফতার মৃত্যুপুরী শাজাহানপুর! এবার বৃদ্ধের রহস্যজনক মৃত্যু এইচ এসসি পরীক্ষা কেন্দ্রের সামনে গুলি অস্ত্রসহ গ্রেপ্তার ১ বরগুনা জেনারেল হাসপাতালে আইসিইউ না থাকায় ডেঙ্গু রোগী মৃত্যু ঝুকিতে পরীক্ষার্থীদের মাঝে সামগ্রী ও ঠান্ডা পানি বিতরণ অব্যাহত হিলি ছাত্রদল বাগাতিপাড়ায় দুর্নীতি রুখতে মতবিনিময় সভা, র‌্যালি ও পুরুষ্কার বিতরণী সোনারায় ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা (সাবেক) সাধারণ সম্পাদক অসুস্থ আঃসাত্তারের পাশে সাইফুল ইসলাম সরফভাটা সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মুন্সিগঞ্জের গজারিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে সভাপতি

অহিদুল ইসলাম (মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি)
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া মোহাম্মদ আজহার উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ব্যবস্থাপনা কমিটির সভায়  শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়ন বিষয়ক কথা  বলতে যেয়ে  প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক সরদার আব্দুল কাইয়ুমের বিরুদ্ধে একাধিক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগের কথা বলতে যেয়ে উত্তপ্ত হয়ে ওঠে বক্তার।  ।শনিবার (২৮ জুন) সকাল ১০টায় বিদ্যালয়ের ক্লাস কক্ষে অ্যাড হক কমিটির সভাপতি মো. সাইদুর রহমান মহাসিন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বর্তমান ও সাবেক ম্যানেজিং কমিটির সদস্য, সহকারী শিক্ষকসহ অর্ধশতাধিক ব্যক্তির উপস্থিতিতে অভিযোগের ঝড় উঠে।সাবেক কো-অপ্ট সদস্য হারুন অর রশিদ প্রধান অভিযোগ করেন, প্রধান শিক্ষক দীর্ঘ সময় ধরে বাজেট ঘোষণা না করেই অর্থ তহবিল থেকে টাকা আত্মসাৎ করেছেন। ম্যানেজিং কমিটির অনুমতি ছাড়া ৪৫ দিন বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত সুরুজ মিয়াকে অনুমোদন ছাড়া বেতন প্রদান, মোবাইল ও নেট বিলের নামে অর্থ ব্যয় এবং বাজারের খাজনার টাকা তহবিলে জমা না দেওয়ার মতো গুরুতর অভিযোগ উত্থাপন করেন তিনি।পোড়াচক বাউশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হানিফ মিয়া জানান, একাধিকবার বাজেট অনুমোদনের জন্য বলা হলেও প্রধান শিক্ষক কর্ণপাত করেননি।প্রধান শিক্ষক সরদার আব্দুল কাইয়ুম অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারিভাবে বাজেট ছাড়া ব্যয় করা অবৈধ এবং তিনি রশিদ ছাড়া কোনো টাকা আত্মসাৎ করেননি বলে দাবি করেন। বরং তিনি শিক্ষার মান উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন বলেও সভায় উল্লেখ করেন।সভাপতি মো. সাইদুর রহমান মহাসিন শিকদার জানান, অভিযোগের সত্যতা নিরূপণে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক মেধা যাচাই, ভালো শিক্ষকদের পুরস্কার, নতুন আইসিটি শিক্ষক নিয়োগসহ বিভিন্ন উদ্যোগের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।সভায় শিক্ষার মান উন্নয়নে প্রস্তাব দেন হাসান পাঠান, শহিদুল্লাহ বেপারী, আব্দুল হান্নান বেপারী, সাইফুল ইসলাম, মোশারফ সরকার, শাহজালাল, এ কে এম বাসার মাস্টার প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com