মাদক নির্মূলের লক্ষ্যে পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের দিক নির্দেশনায় অদ্য ১৬-১২-২০২৫ খ্রিষ্টাব্দে রাত্রি ০১.১৫ ঘটিকায় মুন্সীগঞ্জ থানাধীন হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই (নিরস্ত্র)/সমর রায় গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদর থানাধীন গোয়ালঘুন্নী সাকিনস্থ লাল মসজিদের সামনে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ আসিফ(২৫), পিতা- সামসুদ্দোহা দুলাল মিজি, মাতা- ময়না বেগম সাং- দক্ষিন কোর্টগাও, থানা-মুন্সীগঞ্জ, জেলা- মুন্সীগঞ্জ এবং ২। মোঃ সুমন(২৮), পিতা-আব্দুল কাদির, মাতা- রুবি বেগম সাং- আদারিয়াতলা, থানা ও জেলা- মুন্সীগঞ্জ দগ্বয়কে গ্রেফতার করেন এবং তাদের হেফাজত থেকে মোট ৪২ (বিয়াল্লিশ)ক্যান বিয়ার উদ্ধার করেন।
অভিযুক্ত মাদকব্য ব্যবসায়ী ১। মোঃ আসিফ(২৫) এবং ২। মোঃ সুমন(২৮) দ্বয়ের বিরুদ্ধে এসআই(নিরস্ত্র) সমর রায় এজাহার দায়ের করলে মুন্সীগঞ্জ থানায় একটি নিয়মিত মাদক মমালা রুজু হয়।