মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা মা ইলিশ রক্ষার দাবিতে কর্মসূচি পালন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি,র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।ইলিশ নিধন করবো না নিষিদ্ধ সময়ে ইলিশ ধরবো না, দেশের শত্রু হবো না,ইলিশ আমাদের জাতীয় সম্পদ,রাখবো ইলিশ নিরাপদ ইলিশ জাতীয় মাছ,ইলিশ রক্ষায় আমাদের সকলের নৈতিক দায়িত্ব,ইলিশ বিক্রিয়,পরিবহন, মজুদ করবো না,যদি সারা বছর ইলিশ চাও,মা ইলিশ বাঁচতে দাও।মা ইলিশ প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করা থেকে বিরত থাকার অনুরোধ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।এসময় মুন্সিগঞ্জ ও গজারিয়া অংশের মেঘনা নদীতে ইলিশ ধরা, মজুদ, সংরক্ষণ ও বিক্রি বন্ধ রাখতে মেঘনা নদীতে জেলেদের সহায়তা প্রদান সহ বিভিন্ন কার্যক্রম পরিচলনা করেন।