1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ট্রাকে আগুন

আল আমিন 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে থেমে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ট্রাকে থাকা মালামাল পুড়ে প্রায় ২ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার ভোর রাত আনুমানিক ৪ টার দিকে গজারিয়া উপজেলার আনারপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন আকিজ পেপার মিলের সামনের মহাসড়কে এই ঘটনা ঘটে।
খবর নিয়ে জানা যায়, রাত ৪ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিয়া অংশের আনারপুরা বাস স্ট্যান্ড সংলগ্ন আকিজ পেপার মিলের সামনে জুট বোঝাই একটি ট্রাকে আগুন দেখতে পান স্থানীয়রা। ট্রাকটিতে কাগজের তৈরি কার্টুন জাতীয় পদার্থ থাকায় আগুন দ্রুত বাড়তে থাকে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে পোনে ১ ঘন্টার চেষ্টায় আগুন নির্বাপনে সক্ষম হয়।
গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া বলেন, রাত ৩ টা ৪০ মিনিটের দিকে আমরা খবর পাই। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে আমরা অগ্নি নির্বাপনের কাজ শুরু করি। ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে তবে সম্পূর্ণ নির্বাপন করতে প্রায় ৪৫ মিনিটের মত সময় লাগে। ট্রাকটিতে মূলত কাগজ তৈরি করার জন্য আনা পুরাতন কার্টুন জাতীয় জিনিসপত্র ছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে তবে আমরা প্রায় ১৪ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি।
তিনি আরও বলেন, ঘটনার সময় ট্রাকের চালক এবং হেলপার ভেতরে ঘুমন্ত অবস্থায় ছিল। আগুন দেখে তারা লাফিয়ে নিচে নেমে যান। অগ্নিকাণ্ডের কারণ হিসেবে আমার কাছে যেটা মনে হয়েছে বাহির থেকে কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে ট্রাকে আগুন লাগিয়ে দিয়েছে।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন বলেন,  কেউ আগুন লাগিয়ে দিয়েছে কিনা তা বলা কঠিন তবে একটি ট্রাকে আগুন লেগেছে। এই ঘটনার পর মহাসড়কের গজারিয়া অংশে আমরা পুলিশের তৎপরতা বাড়িয়েছি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com