বরিশাল জেলার কাজিরহাট থানার ভংগা গ্রামের ৮নং ওয়ার্ডে ধান খেতে গরু বেঁধে ধানের বীজ (চারা) খাওয়ার প্রতিবাদ করায় খেতের মালিক হানিফ মোল্লাকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে হাত ভেঙ্গে দেয় একই এলাকার সিরাজ মোল্লার পুত্র মিরাজ ও তার সহযোগীরা। আহত ব্যাক্তির চিৎকার চেঁচামেচিতে ছুটে আসেন স্থানীয় লোকজন এসে তাকে যখম অবস্থায় দেখে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া হানিফ মোল্লা জানান, সিরাজ মোল্লা দীর্ঘদিন যাবৎ তার গরু ও ছাগল দিয়ে আমার ও এলাকাবাসীর ক্ষেতের ফসল নষ্ট করে আসছে। তাকে একাধিক বার বলার পরও কারও কথা শুনেনা।
আহত হানিফের স্ত্রী শারমিন বলেন, মিরাজ ও তার লোকজন আমাকে ও আমার পরিবারের লোকজনকে মারধর করবে বলে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে।হামলাকারী মিরাজ মোল্লা মারধরের বিষয়টি স্বীকার করে বলেন, হানিফ মোল্লা লোকজনের চক্রান্তে বেহুশের ভান ধরে হাসপাতালে ভর্তি হয়ছে।
এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানিয়েছেন আহতের পরিবার।