বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার তিনবারের নির্বাচিত মেয়র কে এম জাকির হোসেনের নামে ৩ নং ওয়ার্ড কাউন্সিলর এবং জাসাস নেতা মোঃ ঈমান আলী কর্তৃক মিথ্যা অপবাদের প্রতিবাদে আজকে সোমবার বেলা ১১:৩০ টার সময় পৌরসভা হল রুমে এক প্রতিবাদ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান করেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর এবং প্যানেল মেয়র মোছাম্মাদ শরীফুন্নেসা শিরিন ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ দুলাল হোসেন।
বক্তারা বলেন গত ৭ তারিখে বনপাড়া মাদ্রাসা মার্কেটে ৩ নং ওয়ার্ড কাউন্সিলর ঈমান আলী অপমান ও হেনস্থা এবং হুমকির যে অভিযোগ এনে সংবাদ সম্মেলন এবং পরবর্তীতে মানববন্ধন করেন তার তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাই কারণ পৌর মেয়র কে এম জাকির হোসেনের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা উদ্দেশ্য প্রণনিত এবং ভিত্তিহীন।