দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ, দরজায় কড়া নাড়ছে উপজেলা পরিষদ নির্বাচন, ইতিমধ্যে ভোটারের মাঝে উঠেছে, আলোচনা, সমালোচনার ঝড়।মেলান্দহ উপজেলায় ভাইস চেয়ারম্যান হিসেবে সবার আগে আলোচনার শীর্ষে যুব নেতা ইব্রাহিম খলিলুল্লাহ।
স্লোগান মাস্টার খ্যাত , রাজপথের লড়াকু সৈনিক, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, মেলান্দহ মাদারগঞ্জ থেকে সাতবারের নির্বাচিত এমপি আলহাজ্ব মির্জা আজমের ঘনিষ্ঠ সহচর, বীর মুক্তিযোদ্ধা মরহুম নওশের আলীর পুত্র মেলান্দহ উপজেলা যুবলীগের সুদক্ষ সভাপতি,সুদর্শন পুরুষ মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ।এলাকা এবং জাতীয় রাজনীতিতেও রয়েছে তার অবদান।রাজনৈতিক আন্দোলন সংগ্রামের কঠোর পরিশ্রমি, কারাবাস, তৎকালীন সরকারের নির্যাতিত-নিপীড়িত নেতা, নিজ দল তথা রাজনৈতিক অঙ্গনে তার অবদান অতুলনীয়।
তিনি সদা কর্মচঞ্চল, মানবদরদি ও দানশীল ব্যক্তিত্ব। সততা ও নিষ্ঠার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছেন, যদি কেউ এমন কোনো আদর্শবান রাজনীতিবিদ কিংবা সমাজসেবীর নাম বলতে চান তাহলে নিঃসন্দেহে তার নাম বলতে হবে। যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সাহায্যের হাত বাড়ানো এবং অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসার বিরল দৃষ্টান্ত স্থাপন করে একজন জনগণের নেতা হিসেবে ব্যাপক সুনাম অর্জন করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ ।অসম্ভব মেধা, প্রচণ্ড আত্মবিশ্বাস ও সময়োপযোগী কর্মোদ্যাগের মাধ্যমে তিনি সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন।
স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে, মেলান্দহ উপজেলার উন্নয়নে ভাইস চেয়ারম্যান হিসেবে ইব্রাহিম খলিলুল্লাহর বিকল্প নাই, এমনটাই মেলান্দহ বাসির প্রত্যাশা।