মোংলা বন্দরে বাংলাদেশ কোস্টগার্ডেকে আধুনিকায়ন এবং সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে পশ্চিম জোনের বাংলাদেশ কোস্টগার্ডের আওতাধীন কোস্টগার্ড বেইস আধুনিকায়ন। সক্ষমতা বৃদ্ধি নবনির্মিত বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের উদ্বোধন করেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৭ মে ) আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।
প্রধান অতিথি বলেন, উপকূলীয় নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই ওয়ার্কশপ ও স্লিপওয়ে তাদের অপারেশনাল দক্ষতা আরও বাড়াবে এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করবে।”
এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মোঃ জসীম উদ্দিন খান, কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোঃ জিয়াউল হকসহ বিভিন্ন বাহিনী ও সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, নতুন এই স্থাপনার মাধ্যমে জাহাজ ও নৌযানের রক্ষণাবেক্ষণ কার্যক্রমে গতি আসবে এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়বে।
তিনি আরও জানান, ভবিষ্যতে বাংলাদেশ নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, নৌপুলিশ, বন বিভাগ, মোংলা বন্দর ও বিআইডব্লিউটিএ-এর নৌযান রক্ষণাবেক্ষণেও এই স্থাপনাটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
পরিশেষে স্বরাষ্ট্র উপদেষ্টা নাম ফলক উন্মোচন করেন এবং প্রকল্প সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।