বাগেরহাটের মোংলা উপজেলার বাঁশতলা এলাকা থেকে সংখ্যালঘু পরিবারের উপর হামলা ও জায়গা দখলের একাধিক মামলার পলাতক আসামি মোঃ মিজান শেখ (৪০)–কে গ্রেফতার করেছে মোংলা থানা পুলিশ।
শনিবার (৬ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানার ওসি (তদন্ত) মোঃ মানিকের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার সুন্দরবন ইউনিয়নের বুড়বুড়িয়া ভিআইপি মোড় সংলগ্ন বাঁশতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মিজান শেখ, সুন্দরবন ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আব্দুল শেখের ছেলে। তার বিরুদ্ধে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের অসহায় পরিবারকে মারধর, রক্তাক্ত জখম এবং মাছের ঘের দখলের একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিসুল হক বলেন, “আসামি মিজান শেখকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো বিচারাধীন। এছাড়া তার ছোট ভাই মোঃ জিয়ার শেখ একই মামলার ১ নম্বর আসামি হিসেবে এখনও পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”
স্থানীয়রা জানান, মিজান শেখ এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যকলাপ, দখলবাজি ও সংখ্যালঘুদের হয়রানির সঙ্গে জড়িত ছিলেন। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।