মৌলভীবাজার জেলার সদর উপজেলার শেরপুর সিলেট বিভাগের চার জেলার মিলনস্থল। পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে এখানেই প্রতি বছর বসে ঐতিহ্যবাহী মাছের মেলা।
এই মেলাটি কবে শুরু হয়েছিল তার সঠিক হিসাব নেই। তবে অনুমান করা যায় এটির বয়স ২০০ বছর কিংবা তারও বেশি। শুরুতে মেলাটি কুশিয়ারা ও মনু নদের মিলনস্থল মনুমুখ নামক জায়গায় বসতো। কালের বিবর্তনে নদীভাঙনের কবলে পড়ে মেলাটি ৫০/৬০ বছর আগে শেরপুরের কুশিয়ার নদীর তীরে স্থানান্তর হয়। তবে মেলাকে ঘিরে যেন কোন ধরনের অশ্লিলতা না হয়। এবার মৌলভীবাজার প্রশাসন খুবই শক্ত অবস্থানে আছে। গত কাল থেকে মেলা তার পূর্ণ রুপে রুপ নিয়েছে। এলাকার সবার মধ্যে মেলার আনন্দ বিরাজমান।