1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত ময়মনসিংহ সদরে জুলাই বিপ্লবকে স্মরণীয় করে রাখতে বই মেলার উদ্বোধন কালকিনিতে জুলাই পূর্নজাগরনে সমাজ গঠনে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত আমাকে জনপ্রতিনিধি নির্বাচিত করলে নেছারাবাদকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো -শামীম সাঈদী কুড়িগ্রামে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত নতুন সংবিধানের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই: নাহিদ ওবায়দুল কাদেরকে পালাতে সহায়তার মন্তব্য, যুবদল নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জুলাই পুনর্জাগরণে লাখো কন্ঠে শপথপাঠ ও আলোচনা সভা ঢাকায় যুদ্ধবিমান বিধ্বস্ত: নিহতদের স্মরণে আলফাডাঙ্গায় বিএনপির দোয়া মাহফিল শিবগঞ্জ জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ

ময়মনসিংহ সদরে জুলাই বিপ্লবকে স্মরণীয় করে রাখতে বই মেলার উদ্বোধন

আরিফ রববানী
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে
জুলাই বিপ্লবকে স্মরণীয় করে রাখতে ময়মনসিংহের সদর উপজেলা প্রশাসনের  আয়োজনে বই মেলার উদ্বোধন করা হয়েছে। এবারের বইমেলাটি জুলাই মাসের গণঅভ্যুত্থানের স্মৃতি ও তাৎপর্য বহন করছে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় নিয়ে আয়োজিত হয়েছে।

শনিবার(২৬ জুলাই) দুপুর ১২ টায় ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসন হল রুমে জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী সকল শহীদ ও আহতদের স্মরণে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে জুলাই-আগস্ট মাসব্যাপী জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে প্রণয়নকৃত কর্মসূচির আলোকে ময়মনসিংহ সদর উপজেলায় আগামী ২৬-২৮জুলাই পর্যন্ত আয়োজিত তিনদিন ব্যাপী এই বই মেলার উদ্বোধন করেন  জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে সহকারী কমিশনার ভূমি সাঈদ মোহাম্মদ ইব্রাহিম।

জুলাই গণঅভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ”প্রতিপাদ্য নিয়ে আয়োজিত “এই মেলাটি জুলাই মাসের গণঅভ্যুত্থানের স্মৃতি ও তাৎপর্য তুলে ধরবে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে অনুপ্রাণিত করবে বলে জানিয়ে  বলেন-বইমেলাটি ময়মনসিংহের সর্বস্তরের   জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও শিক্ষামূলক আয়োজন। এখানে বিভিন্ন ধরনের বই পাওয়া যাবে এবং একই সাথে গণঅভ্যুত্থানের ইতিহাস ও তাৎপর্য সম্পর্কে জানার সুযোগ থাকছে।

তিনি বলেন- এই বছর বইমেলায় “জুলাই চত্বর” নামে একটি বিশেষ স্থানও রাখা হয়েছে, যেখানে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত বিভিন্ন বই ও সামগ্রী পাওয়া যাবে। এবারের মেলায় জুলাই মাসের গণঅভ্যুত্থানকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়ে তিনি আরো বলেন-বইমেলায় “জুলাই চত্বর” নামে একটি স্থান তৈরি করা হয়েছে, যেখানে এই গণঅভ্যুত্থান সম্পর্কিত বিভিন্ন বই, যেমন – “৩৬শে জুলাই গণঅভ্যুত্থান”, “রক্তাক্ত জুলাই”, “জুলাইয়ের গল্প” ইত্যাদি পাওয়া যাচ্ছে। এছাড়াও, মেলায় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনগুলোতে লেখক, সাংবাদিক, এবং সেই সময়ের গণআন্দোলনে অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা বর্ণনা করছেন।

একাডেমিক সুপার ভাইজার নারায়ন চন্দ্র দাস এর
সঞ্চালনায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, পরিসংখ্যান কর্মকর্তা ও দাপুনিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মেহেদী হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ভাবখালী  ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত প্রশাসক আসমা উল হুসনা ফাতেমা জান্নাতুল ফেরদৌস,বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা খাতুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্বন্বয়ক মাজহারুল ইসলাম,শহীদ আব্দুল্লাহ আল মাহিন এর বাবা জামিল হোসেন,শহীদ সাগর এর পিতা আসাদুজ্জামানসহ বিভিন্ন শিক্ষ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীগণ।

মেলায় উপজেলা নির্বাহী অফিসার , উপজেলা ভূমি অফিস, উপজেলা কৃষি অফিস,উপজেলা স্বাস্থ্য অফিস,শিশু একাডেমি, জেলা প্রশাসন, চর খরিচা উচ্চ বিদ্যালয়,মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়,বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়,কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুলসহ ১৭ টি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com