1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
আজ বহুভাষাবিদ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর জন্মদিন মিঠাপুকুরে শিশু ও যুবাদের সাথে সংলাপ ফরিদপুরে এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম আমতলীতে ‘২৪ এর গণঅভ্যুত্থান গ্রাফিতি প্রতিযোগিতায় প্রথম হয়েছে আমতলী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ রাজপথে রাজনৈতিক নেতা কর্মীদের হিংসাত্মক শ্লোগানের প্রতিবাদ কিশোরগঞ্জের করিমগঞ্জে হত্যা মামলায় এক পরিবারের ৯ জন সহ ১৩ জনের যাবজ্জীবন গাজীপুর সদর উপজেলার বিএনপি নেতার নামে মামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে টানা বৃষ্টির কারণে সৃষ্ট জলবদ্ধতা নিরসনে যৌথ উদ্যোগ শ্রমজীবী মানুষের অধিকারের জন্য আজীবন সংগ্রাম করেছেন রাজা সাহেব: মোস্তফা জামাল হায়দার পীরগঞ্জে দুই মাসও টিকলো না ১০ লক্ষাধিক টাকার সিসি রাস্তা

যশোরে ঈদুল আজহার ৩৯ জামাতের সময় ও কোরবানির ৪৭ স্থান ও দেখে নিন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ২৪৫ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার যশোর সদর উপজেলায় ৩৯ টি ঈদ জামাতের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন থেকে এ তথ্য পাওয়া গেছে।

এরমধ্যে

যশোর কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৭.৩০ ও ৮.৩০ টায় ঈদুল আজহার দু’টি জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া, রেলগেটে জেলা মডেল মসজিদে প্রথম জামাত সকাল ৭ ও দ্বিতীয় জামাত সকাল ৮ টায়।

রেল বাজার জামে মসজিদ ১ম জামাত সকাল ৭ ও দ্বিতীয় জামাত ৮.৩০ মিনিটে।

জজকোর্ট জামে মসজিদ ৯ টায়

চাঁচড়া ডালমিল জামে মসজিদ ৮ টায়

কারবালা জামে মসজিদ ১ম জামাত ৭.১৫ ও দ্বিতীয় জামাত ৯ টায়

ওয়াপদা কলোনি জামে মসজিদে ৭.৩৯ টায়

পিটিআই জামে মসজিদে ৭.৩০ টায়

কোতোয়ালি জামে মসজিদে ৭.৩০ টায়

বায়তুল মামুর জামে মসজিদ, আশ্রম রোডে ১ম জামাত ৮ টায় ও ২য় জামাত ৯ টায়

আল-মসজিদুল আকসা, রেল রোডে ৮ টায়

বায়তুস সালাম (মাইকপট্টি) জামে মসজিদে ৭.৩০ টায়

বারান্দিপাড়া ২ নম্বর কলোনি জামে মসজিদে ৮ টায়

আমিনিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে ৭ ও ৯টায়

সম্মিলনী স্কুল জামে মসজিদে ৮.৩০ টায়

সদর হাসপাতাল জামে মসজিদে ৮ টায়

দড়াটানা মাদ্রাসা জামে মসজিদে ৮ টায়

যশোর সদর উপজেলা পরিষদ জামে মসজিদে ৭.৩০ টায়

উপশহর কেন্দ্রীয় ঈদগাহে ৭.৩০ টায়

পুলিশ লাইন জামে মসজিদে ১ম জামাত ৮ টায় ও দ্বিতীয় জামাত ৯ টায়

বেজপাড়া আজিমাবাদ জামে মসজিদে ৭টায়

পাগলাদাহ হাফেজিয়া মাদ্রাসা ঈদগাহে ৭.৩০ টায়

মারকাজ মসজিদে ৮ টায়

ইছালী কেন্দ্রীয় ঈদগাহে ৮ টায়

কোদালিয়া কেন্দ্রীয় ঈদগাহে ৮ টায়

তালবাড়িয়া মাদ্রাসা ঈদগাহে ৮.৩০ টায়

ছিলুমপুর বাইতুন নুর জামে মসজিদ ও ঈদগাহে ৭.৩০ টায়

বসুন্দিয়া বায়তুস সালাম কেন্দ্রীয় ঈদগাহে ৮ টায়

জয়ান্তা কেন্দ্রীয় ঈদগাহে ৮ টায়

চাঁচড়া পশ্চিমপাড়া ঈদগাহে ৭.১৫ টায়

দেয়াড়া ইউনিয়ন কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৭.৩০ টায়

আবাদ কচুয়া আশরাফুল উলুম মাদ্রাসা ঈদগাহে ৭.৩০ টায়

পুরাতন কসবা ঢাকা ব্রিজ সংলঘ্ন ঈদগাহে ৭.৩০ টায়

আবাদ কচুয়া হাইস্কুল ঈদগাহে ৭.৩০ টায়

চুড়ামনকাটি,ছাতিয়ানতলা কেন্দ্রীয় ঈদগাহে ৮ টায়

দাইতলা কেন্দ্রীয় ঈদগাহে ৮ টায়

বিজয়নগর ঈদগাহে ৮ টায়

ফুলতলা আবেদিয়া দাখিল মাদ্রাসায় ৮ টায়

নারাঙ্গালী কেন্দ্রীয় ঈদগাহে ৮ টায়

শংকরপুর গোলপাতা জামে মসজিদে ৭.৩০ টায়

ও নরেন্দ্রপুর কেন্দ্রীয় ঈদগাহে ৮ টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া, পৌরসভার নয়টি ওয়ার্ডে পশু কোরবানির জন্য ৪৭ স্থান নির্ধারণ করা হয়েছে। পৌর কর্তৃপক্ষ এ ধরনের একটি তালিকা সরবরাহ করেছে। নির্ধারিত স্থানেই পশু কোরবানির জন্য পৌরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন মেয়র।

পশু কোরবানির জন্য যেসব স্থান নির্ধারণ করা হয়েছে সেসব স্থান হচ্ছে,

মোল্লাপাড়া বাঁশতলার মোড়,

মোল্লাপাড়া আমতলার মোড় (টাওয়ারের পাশে),

নীলগঞ্জ সাহাপাড়ার লুৎফরের বাড়ির সামনে,

সিটি কলেজপাড়া ব্যাটারিপট্টি,

ঢাকা রোড মসজিদের সামনে,

চুড়িপট্টি মাছ বাজারের পাশে,

লোন অফিস পাড়া টুটুলের বাড়ির সামনে,

আর এন রোড মসজিদের সামনে,

পন্ডিত পুকুর পাড় মসজিদের সামনে,

কাঁসারিপাট্ট ভূমি অফিসের পাশে,

নওয়াপাড়া রোড নিকুঞ্জের মোড় নদীর পাড়,

ঘোপ সেন্ট্রাল রোড ফুড গোডাউনের দক্ষিণ পাশে,

জেল রোড বিএড কলেজের পাশে, গাজীর ঘাট স্কুল মাঠ,

নতুন খয়েরতলা গোরস্থান রোড (বাশার মার্কেটের পাশের ছোট মাঠ),

পুলিশ লাইন মাদ্রাসা, পুরাতন কসবা বিবি রোড,

শিশু একাডেমি জুয়েলদের বাড়ির সামনে,

কাঁঠালতলার মোড় (ঈদগাহ সংলগ্ন),

কাজীপাড়া গোলামপট্টি আমতলার মোড়,

চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড বাজার,

ম্যাজিস্ট্রেট কোয়ার্টার,

স্টেডিয়ামপাড়া মিতালী ক্লাবের সামনে,

ওয়াপদা অফিস মোড়,

খড়কি কবরস্থান মসজিদের সামনে,

খড়কি পীরবাড়ি এতিমখানার মাঠ,

পোস্ট অফিস পাড়ার মোড়,

চাঁচড়া রায়পাড়া মাদ্রাসার সম্মুখে,

চাঁচড়া রায়পাড়া সার গোডাউনের মোড়,

মাইকপট্টি তিন রাস্তার মোড়,

ষষ্টিতলা পি টি আই স্কুলের সম্মুখে,

ইসমাইল কলোনির মোড়,

চাঁচড়া পীর বাড়ির মোড়,

শংকরপুর ছোটনের মোড়,

শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,

চোপদারপাড়া, বেজপাড়া কবরস্থানের পাশে,

আশ্রম রোড আলম মিয়ার বাড়ির পাশে,

টিবি ক্লিনিকপাড়া খলিল সাহেবের বাড়ির সামনে,

বেজপাড়া বি কে রোড বাইলেন চান্দুদের বাড়ির সামনে,

জোড়া কুঠি চাকলাদার গলি,

বেজপাড়া মেইন রোড হতে সাবেক কমিশনার রিয়াজ উদ্দিনের বাড়ির সামনে,

গুর গোল্লার মোড় দিপুর বাড়ির সামনের মাঠ,

আজিমাবাদ কলোনি মসজিদের সামনে,

সারথী স্কুলের পাশের মাঠ,

নাজির শংকরপুর স্কুলের পাশে,

হুঁশতলা প্লটের মাঠ,

নাজির শংকরপুর জিরো পয়েন্টের মোড় ও মুড়লি টিবি হাসপাতালের সামনের মাঠ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com