যশোর সদর উপজেলার মুরাদগড় বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ২৩টি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৯ বিএন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শার্শা উপজেলার সালতা গ্রামের আরিফুল ইসলাম (৩০) ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেহেদী হাসান (২৫)।
বিজিবির ৪৯ বিএন অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে মুরাদগড় বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তায় অভিযান চালানো হয়। তল্লাশির সময় দুইজনের কোমরে বিশেষভাবে বাঁধা অবস্থায় মোট ৩.০৯৫ কেজি ওজনের ২৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৫৭ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন যে, ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর-মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা করছিলেন।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় স্বর্ণ ও অন্যান্য চোরাচালান রোধে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।