যশোরে ডাকাতির প্রস্তুতিকালে ফেলে যাওয়া একটি মিনি ট্রাকের সূত্র ধরে সংঘবদ্ধ ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
ডিবি পুলিশ ২৫ জুলাই রাত সাড়ে ৩টার দিকে রাজবাড়ী জেলার কালুখালী থানার মহেন্দ্রপুর গ্রাম থেকে প্রথমে শাহিন বিশ্বাস (৩২) নামের একজনকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী পরদিন সকাল পৌনে ১০টার দিকে ঢাকা সাভারের রাজাশন পালোয়ানপাড়ার একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয় মোঃ হামিদুল ইসলাম (২৯) আরও একজনকে। দুপুর দেড়টার দিকে একই এলাকার রাজাশন মধ্যপাড়া থেকে গ্রেফতার করা হয় তৃতীয় আসামি মোঃ আবুল কালাম (২৪)।
জানা গেছে, গত ৩০ মে রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে যশোরের হৈবতপুর ইউনিয়নের মাজদিয়া কলেজ সংলগ্ন খাজুরা-বারোবাজার পাকা সড়কের লাউখালী কাদারভাগাড় কাঁচা রাস্তার মুখে ডাকাতির প্রস্তুতি নিয়ে অবস্থান করছিল একদল দুর্বৃত্ত। এ তথ্য জানতে পেরে সেখানে অভিযান চালায় জেলা ডিবির একদল চৌকষ ফোর্স। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা দৌঁড়ে পালিয়ে যায়। তারা ঘটনাস্থলে ফেলে যায় ডাকাতির কাজে ব্যবহৃত একটি নীল-হলুদ রঙের মিনি ট্রাক, ২টি ধারালো গাছিদা, ১টি কাটার, ১টি স্টিলের পাইপ, ১টি লোহার রড এবং ৬টি ফিতার রশি।
এ ঘটনায় এসআই (নিঃ) মোঃ কামাল হোসেন কোতয়ালী মডেল থানায় অজ্ঞাতনামা ৬/৭ জন ডাকাতের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
পরবর্তীতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাত চক্রকে শনাক্ত করে।
বিভিন্ন সূত্র ও তথ্য প্রযুক্তির সহাতায় ডাকাত দলের সদস্যদের সনাক্ত ও অবস্থান নিশ্চিত হয়ে ২৫ জুলাই যশোর ডিবির একদল ফোর্স তাদের গ্রেফতারে মাঠে নামে। পর্যায়ক্রমে ডাকাতদলের ৩ জনকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে ডিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজনই ডাকাতির প্রস্তুতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেফতার মোঃ শাহিন বিশ্বাস (৩২) রাজবাড়ী জেলার মহেন্দ্রপুর আলাউদ্দিন বিশ্বাসের ছেলে। একই গ্রামের ঝড়ু বিশ্বাসের ছেলে মোঃ হামিদুল ইসলাম (২৯) ও হরিণাকুন্ডু উপজেলার দখলপুর গ্রামের মোকসেদ মন্ডলের ছেলে আবুল কালাম। দেশের বিভিন্ন জেলায় ডাকাতির একাধিক মামলা রয়েছে চক্রটির বিরুদ্ধে।