আজ ১২ই জানুয়ারী ২০২৪ রোজ শুক্রবার সকাল ১০.৪৫মিনিটের দিকে রাংগামাটি থেকে আসা একটি মোঃ ইউসুফ আলী কোম্পানির এস এম আল, হোসেন নামের ছোট হরিণা ১২বিজিবি জোনের বিজিবি বহণকারী বড় লঞ্চ বরকল সদরের কিছু উপরে কর্ণফুলী নদীর বক্ষে জগন্নাথ ছড়া মুখে পৌঁছালে হঠাৎ বিপরীতে গামী একটি ছোট্ট বার্মিজ ইন্জিন চালিত ট্রলারকে ধাক্কা মারে।ট্রলারটি মুহূর্তে ঢুবে যায়।এতে বোটে থাকা মোট ১০জন যাত্রী সবাই পানিতে তলিয়ে যায়।
সেখান থেকে ৯জন সাঁতার কেটে জীবন বাচাঁতে পারলেও একজন ১২বয়সী মেয়েশিশুকে এখনও পাওয়া যায়নি।
শিশুটির নাম: উত্তরা চাকমা(১২),পিতা: বিদ্যা সাধন, চাকমা,মাতা:মিনী চাকমা গ্রাম :ঠেগা কালাপুনা ছড়া ৭নং ওয়ার্ড,৩ নং আইমাছড়া ইউনিয়ন, বরকল উপজেলা।
দুর্ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথেই রাংগামাটি জেলা সদর হতে একদল ডুবুরি ও ফায়ার সার্ভিসের লোক ঘটনাস্থলে আসে।সর্বশেষ ডুবুরি ও ফায়ার সার্ভিসের দল তলিয়ে যাওয়া কিশোরীকে উদ্ধারে নদীতে নামলেও এখনও উদ্ধার করতে পারেনি।
এসময় ঘটনাস্থলে উপস্হিত ছিলেন বরকল উপজেলার ভাইচ-চেয়ারম্যান শ্রী শ্যাম রতন চাকমা,আইমাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্রী সুবিমল চাকমা,বরকল থানার ওসি জনাব মিনহাজ মাহমুদ ভূঁইয়া,ছোট হরিণা বিজিবি জোনের এডি জনাব মোঃ হাসান,বরকল উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক নিরত বরণ চাকমা, সহ অন্ততঃ ১৫০ জনের অধিক সাধারণ জনগণ।