রাজধানীর জুরাইন এলাকার একটি পরিত্যক্ত বাসা থেকে অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০। র্যাবের দাবি, তারা মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কাজে জড়িত।র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদারের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে, কদমতলী থানাধীন জুরাইন বৌ-বাজারের একটি পরিত্যক্ত বাসায় কয়েকজন ব্যক্তি আগ্নেয়াস্ত্র’সহ অবস্থান করছে।
খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে র্যাব-১০ এর আভিযানিক দল ওই বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করে।আটককৃতরা হলেন- জুরাইন মিষ্টির দোকান এলাকার মৃত সবুর মিয়ার ছেলে মোঃ শাকিল (৩৬), জুরাইন বৌ-বাজার এলাকার মোঃ নুর ইসলামের ছেলে মোঃ রুবেল (৩৪) এবং একই এলাকার খোকন ভূইয়ার ছেলে মোঃ মোক্তার ভূইয়া (৪০)।