রাজশাহীর পুঠিয়ায় নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার আগলা গ্রামের কচুরিপানার ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় সন্দেহভাজন দুই কিশোরীকে আটক করে পুলিশ। আরএমপির বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কাদেরী এসব তথ্য নিশ্চিত করেছেন। নিহতের নাম মো. আবরার (৬)। সে ওই এলাকার ডা. শওকত শরীফের ছেলে। ডা. শওকত শরিফ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিশেষজ্ঞ। স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে দুই কিশোরী আবরারকে খেলতে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সাদিয়া ও নাদিয়াকে জিজ্ঞাসাবাদ করা হলে আবরারকে কচুরিপানার ভেতরে পাওয়া যাবে বলে তারা জানায়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী স্বজনরা ঘটনাস্থলে গিয়ে রাত ১০টার দিকে কচুরিপানার ভেতর থেকে আবরারের লাশ উদ্ধার করে। বেলপুকুর থানার ওসি সুমন কাদেরী বলেন, শিশুর মরদেহ তার পরিবারকে দেওয়া হয়েছে। এ ঘটনায় ওই দুই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।