ভারতের আগ্রাসন ও বাংলাদেশ সহকারি হাইকমিশনে হামলা ও ভাঙচুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী মহানগর তাঁতীদলের বোয়ালিয়া ও শাহমখদুম থানা।৬ ডিসেম্বর শুক্রবার বিকাল ৫ টায় রাজশাহী কলেজ গেট থেকে মিছিলটি শুরু হয়ে নগরী গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে মালোপাড়া পুলিশ ফাঁড়ির সামনে এসে শেষ হয়। মিছিল শেষ সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।পথসভায় বক্তারা বলেন, আওয়ামী ফ্যাস্টিট দলের সদস্যরা ভারতের সাথে ইন্ধন করে ইসকনের নামে বাংলাদেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তাদের সকল ধরনের অপতৎপরতা নস্যাৎ করা হবে। বাংলাদেশের বিরুদ্ধে করা সকল প্রকার ষড়যন্ত্র কঠোর ভাবে মোকাবেলা করা হবে বলেও জানানো হয়।শাহ মখদুম থানা তাঁতীদলের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল হিমেলের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর তাঁতীতলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বিপ্লব।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর তাঁতি দলের প্রচার সম্পাদক সৈয়দ মিল্টন দেওয়ানসহ বোয়ালিয়া ও শাহমখদুম থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান বক্তা হিসেবে ছিলেন রাজশাহী জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সাদমান সাকিব।