1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১২ জুলাই ২০২৫, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতু টোল প্লাজা অবরোধ করে বিক্ষোভ লালমনিহাটে মানববন্ধন করেছে “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাগুরার মহম্মাদপুরে নারী কর্মীকে ধর্ষণ করেছে হোটেল মালিক হারুন কুড়িগ্রামে যাএাপুর নৌকা ঘাটে অতিরিক্ত অর্থ আদায়, বন্ধের দাবিতে চরবাসীর মানববন্ধন মাগুরার শালিখায় উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বগুড়া-নাটোর মহাসড়কে ভটভটি উল্টে চালক নিহত ক্যান্সারে আক্রান্ত হয়ে ইবনেসিনা ডায়াগনস্টিকের মালিক আশরাফুল আলমের মৃত্যু নিখোঁজের ৩দিন পর নাইক্ষ্যংছড়ির বিবিশন বড়ুয়ার লাশ মিললো খালে ফরিদপুরে ‌‌বৈষম্য বিরোধী ‌ছাত্র আন্দোলনের ‌বিক্ষোভ মিছিল মির্জাপুরে একশ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক এক

রাজারহাটে ইউনিয়ন নেতার বিরুদ্ধে ৩শ গ্রাম ওজনের অভিযোগপত্র দাখিল করেছে এলাকাবাসী; তার পরে চাঁদাবাজী ও জুয়া সহ নানা অপকর্ম।

মহসিন কামাল
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রাজারহাটে এক ইউনিয়ন যুবদল নেতা ও ছাত্র দলের নেতার বিরুদ্ধে চাঁদাবাজি,ভূমি দখলকারী,জুয়া পরিচালনা,মামলা বানিজ্য, সহ বিভিন্ন অপরাধের জড়িত থাকার অভিযোগে প্রায় ৩শ গ্রাম পরিমাণ ওজনে অভিযোগ করেছে এলাকাবাসী ।

অভিযোগে জানা গেছে,জেলার রাজারহাট উপজেলা বিদ্যানন্দ ইউনিয়ন যুব দলের আহ্বায়ক এরশাদুল হক, বিদ্যানন্দ ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক মো শিমুল রানা, ৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক লুতফর রহমান( আতিক),দপ্তর সম্পাদক আমজাদ হোসেন,সদস্য জিয়া রাজারহাট উপজেলা আওয়ামী লীগ এর সদস্য বাবুল সোনার ও পোলিন মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজি দখল দারী, ও বিভিন্ন অপকর্মের অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায় ,গত ০৫ আগষ্ট ২৪ এর পর থেকে উক্ত এরশাদুল ও শিমুল বাহীনি তার নিজ এলাকা বিদ্যানন্দ ইউনিয়নের রতিগ্রাম বাজারের আশপাশে সহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজি,অবৈধ দখলদারি, বিভিন্ন মিথ্যা মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি,জুয়ার বোর্ড পরিচালনা, অবৈধ ভূমি দখল করে আসছে ও এলাকার নিরীহ মানুষকে বিভিন্ন ভাবে হয়রানীর স্বীকার ও হুমকি দিয়ে চাঁদা দাবী ওআদায় করে আসছে। এ ব্যপারে বিগত ১৪/১১/২৪ ইং তারিখ নুরুজ্জামান বসুনিয়া,২২/১১/২৪ ইং তারিখ মহসিন কামাল উক্ত চক্রটির বিরুদ্ধে রাজারহাট থানায় পৃথক পৃথক চাঁদাবাজির অভিযোগ করেন, পরবর্তীতে বিদ্যানন্দ ইউনিয়ন যুব দলের আহ্বায়ক কমিটির ১৭ নং সদস্য রফিকুল ইসলাম সাদ্দাম বিগত ০৬/০১/২৫ ইং তারিখ রাজারহাট থানায় ও ০৭/০১/২৫ ইং তারিখ অস্থায়ী সেনা ক্যাম্পে এরশাদুল ও শিমুল সহ তার বাহীনির সকলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেন। এছাড়া বিগত ঈদুল ফিতরে দুস্থ জনগণের জন্য সরকার কর্তৃক প্রদান কৃত ভিজিএফ কর্মসূচীর ১০ কেজি চালের ২০০ কার্ড বিধি বহিঃভুত ভাবে ইউনিয়ন চেয়ারম্যান কে প্রেসার দিয়ে দলীয় সিনিয়র নেতাদের না জানিয়ে দলীয় পদের পরিচয় দিয়ে বাহীনির সকলে আত্বসাত করেন, এ ব্যাপারে বিদ্যানন্দ ইউনিয়ন বিএনপির আহব্বায়ক  সহিদুর রহমান (খোকন,) ও ১ নং যুগ্ম- আহব্বায়ক  আজিজুল ইসলাম  (কালিয়া) এর নিকট জানতে চাইলে তারা বলেন আমরা এব্যাপারে কিছু জানিনা তবে ইউনিয়ন চেয়ারম্যান ও সাধারন জনগনের মুখে বিষয়টি সম্পর্কে শুনেছি ঘটনার সত্যতা পাওয়া গেছে এব্যাপারে ইউনিয়ন চেয়ারম্যান এর ভিডিও বক্তব্য নিয়েছি  দলের সিনিয়র নেতাদের সাথে কথা বলে সাংগঠনিক ব্যাবস্থা নেয়া হবে। এছাড়া বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাইজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তার পরেও কোন ভাবে উক্ত এরশাদুল চক্রটির এহেন কর্ম কান্ড থেকে বিরত করতে না পেরে বিগত ২৩/০৩/২৫ইং বিদ্যানন্দ যুব দলের আহ্বায়ক কমিটি সকল যুগ্ম আহব্বায়ক,সদস্য সচিব,ও সকল সদস্য  রেজুলেশনের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহন করে এরশাদুলের বিরুদ্ধে দলীয় ভাবে বহিষ্কার চেয়ে উপজেলা, জেলা,কেন্দ্রীয় যুব দলের সভাপতি / সাধারণ সম্পাদকের নিকট ২৩ মার্চ২৫ তারিখে লিখিত অভিযোগ করেন। এ রকম অভিযোগে তার বিরুদ্ধে দলীয় ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করায় তাদের অপকর্মের মাত্রা আরো বেড়ে যায়।এর পর এলাকাবাসী ০৬/০৪/২৫ ইং তারিখ রাজারহাট থানা, ডিবি কুড়িগ্রাম, অতিঃ পুলিশ সুপার,পুলিশ সুপার কুড়িগ্রাম , অতিঃ ডিআইজি অপারেশন, ডিআইজি রংপুর ও ০৭/০৪/২৫ ইং অস্থায়ী সেনা ক্যাম্প বরাবর উক্ত এরশাদু ও শিমুল বাহিনীর  সকলের বিরুদ্ধে অভিযোগ করেন।পরবর্তীকালে এলাকাবাসী বিগত ১৫/০৪/২৫ ও ২২/০৪/২৫ ইং তারিখ বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম- মহাসচিব রুহুল কবির রেজভী, কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, যুব দল, ছাত্র দল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক বরাবর অভিযোগ করেছেন। তার পরেও দলীয় ও প্রশাসনিক আইনী ব্যবস্থা গ্রহন না করায় বাহীনিটির সকল সদস্য  আরও উশৃঙ্খল হয়ে উঠে এবং পুনরায় সাধারন জনগনের নিকট চাঁদা দাবী, মিথ্যা মলার হুমকি, মারপিট ও প্রাণ নাশের হুমকি দেওয়ায় গত ০৫/০৫/২০২৫ ইং মোঃ সবুজ মিয়া ও মোঃ রবিউল ইসলাম নামে দুইজন ব্যাক্তি পুনরায় পৃথক পৃথক ভাবে চক্রটির বিরুদ্ধে রাজারহাট থানায় অভিযোগ করেছেন। এর পর এলাকার সাধারন জনগনের অভিযোগের ভিক্তিতে গত-২৯/০৬/২৫ ইং হইতে কয়েকটি পত্রিকায় জুয়া পরিচানার খবর প্রকাশ হলেও চাঁদাবাজী, জুয়া সহ তাদের যাবতীয় অপকর্ম বেপরোয়া ভাবে চালিয়ে যাচ্ছে  এব্যাপারে এলাকাবাসী প্রতিবাদ ও অভিযোগ করলে বাহীনিটি তাদের প্রতি চড়াও হয়ে মারামারি করতে যায় এবং হুমকি দেয়। এলাকার সাধারন কিছু লোক নাম প্রকাশের অনিচ্ছুক  জানান এলাকায় এদের অত্যাচার উপদ্রপে থাকা যায়না আমরা বিএনপির দলীয় ভাবে এদের বিরুদ্ধ সাংগঠনিক ব্যবস্থা গ্রহন ও আইনগত ব্যবস্থা গ্রহনে স্থানীয় আইনশৃঙ্খলা বাহীনি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com