রানীশংকৈল উপজেলার পৌরসভার ৩নং ওয়ার্ডে কলেজ মন্দিরে ৬১ বছর ধরে এই ঐতিহাসিক হরিবাসর পালিত হয়ে আসছে। বিগত বছরে এই বারও যাক জমাট ভাবে পালন করছে বলে জানায় মাতৃকার এবং বিশ জননীর সকল জীবের শান্তি ও মঙ্গল কামনায় রানীশংকৈল উপজেলার কলেজপাড়া ৬১ প্রহর ব্যাপি শ্রী শ্রী রাধা লীলা । প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য, জাহিদুর রহমান জাহিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাণীশংকৈল উপজেলার জামাত ইসলামের ঠাকুরগাঁও ৩ মনোনীত এমপি প্রদপ্রার্থী, মিজানুর রহমান মিজান মাস্টার,পৌর বিএনপির সাধারণ সম্পাদক, মহসিন আলী উপজেলা সাবেক যুবদলের সদস্য সচিব, মুনতাসির আল মিঠু, যুবদলের যুগ্ম আহ্বায়ক, ইশা, উপজেলা যুবদলের পদপ্রার্থী, আওলাদ, পৌর যুবদলের যুগ্না আহবায়ক, মুমিন,পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুক্তারুল ইসলাম মুক্তার, উপজেলা পীরগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সহ,
হিন্দুদের মধ্যে বক্তব্য রাখেন, প্রফেসর, প্রশান্ত বসাক, দিলীপ বসাক , বিজয় বসাক প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন, হিন্দু মুসলিম আমরা ভাই ভাই, সকলে ঐক্যবদ্ধ হয়ে সবাই সবার বিপদে-আপদে এগিয়ে যাব। কেউ আমাদের ক্ষতি করতে পারবেনা।