মামলা তদন্তে রহস্য উদঘাটন,অস্ত্র ও মাদক উদ্ধারে কৃতিত্বের স্বাক্ষর রাখায় পিপিএম বারে ভূষিত হয়েছেন লোহাগাড়া থানার এসআই শরীফুল ইসলাম পিপিএম।
২৭ ফেব্রুয়ারি সকালে ঢাকাস্থ রাজারবাগ প্যারেড গ্রাইন্ডে পুলিশ লাইনে আয়োজিত জাতীয় পুলিশ সপ্তাহ-২৪ অনুষ্ঠানে লোহাগাড়ায় একাধিক চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন, অস্ত্র, মাদক উদ্ধার এবং আসামি গ্রেফতারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তার কর্মদক্ষতা, সাহসিকতা ও সন্তুষ্ট হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতির পুলিশ পদকের ব্যাচ পরিয়ে দেন।
এরপুর্বে ২০১৯ সালে রাষ্ট্রপতি পুলিশ পদকে ভূষিত হয়েছিলেন তিনি। এসআই শরীফুল ইসলাম দু`বারের মত পিপিএম পাওয়ায় তার নামের সাথে এখন থেকে পিপিএম লিখা হবে।
লোহাগাড়া থানার এসআই, সদ্য রাষ্ট্রপতির পুলিশ পদক প্রাপ্ত শরীফুল ইসলাম পিপিএম(বার) জানান, পুলিশের কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা, মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া এবং মাদক,ইয়াবা উদ্ধারে কাজ করা হয়। আমরা সে কাজগুলো করে যাচ্ছি। লোহাগাড়ায় একাধিক চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন, অস্ত্র, মাদক উদ্ধার এবং আসামি গ্রেফতারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তার কর্মদক্ষতা, সাহসিকতা ও সন্তুষ্ট হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে রাষ্ট্রপতির পুলিশ পদকের ব্যাচ পরিয়ে দেন।এ সম্মান লোহাগাড়ার বাসীর জন্য,সম্মান। লোহাগাড়ার মানুষকে আমি এ সম্মানটুকু উৎসর্গ করলাম। তিনি এ পদক অর্জন করায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মহোদয়, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়, লোহাগাড়া থানার ওসি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন তিনি।