1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ার দুপচাঁচিয়ায় জোড়া হত্যা মামলায় ডাকাত দলের সক্রিয় তিন সদস্য গ্রেফতার অনিয়ম করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে -ফরিদপুরে ঢাকা রেঞ্জের ডিআইজি রায়পুরে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ওয়েবসাইট ব্যবহারের উপর কর্মশালা অনুষ্ঠিত শ্রেষ্ঠত্বের দৌড়ে সাতক্ষীরার সেরা ৬ নাম্বার নলতা ইউনিয়ন পরিষদ লালমনিরহাট জেলা পুলিশের আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত তারেক রহমান জুলাই গণতন্ত্রের ধ্রুবতারা, তাকে নিয়ে বাজে মন্তব্য করবেন না; রিজভী আহমেদ সিরাজগঞ্জ উল্লাপাড়ায় সরকারি ভবনে জামায়াতের কার্যালয় কক্সবাজারে বিশেষ অভিযানে নারী-পুরুষসহ গ্রেফতার ৭ এমন কোনো মানুষ নেই যে এসডিজি লক্ষ্যমাত্রার বাইরে-বিভাগীয় কমিশনার রায়পুরে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ওয়েবসাইট ব্যবহারের উপর কর্মশালা অনুষ্ঠিত

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে লিফলেট বিতরন চালাচ্ছে ভুরুঙ্গামারী যুবদল

নাগেশ্বরী প্রতিনিধি :রবিউল আলম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় লিফলেট বিতরণ করেছে উপজেলা যুবদল। সোমবার (১৪ জুলাই) বিকেলে ভুরুঙ্গামারী কলেজ মোড় থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন অংশজুড়ে চলে এই প্রচার কার্যক্রম।

এ সময় যুবদল নেতাকর্মীরা দোকানপাট, রাস্তার পাশে থাকা পথচারী, অটোরিকশাচালক, বাজারের ক্রেতা-বিক্রেতা ও সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন। প্রচার-প্রচারণার মাধ্যমে সরকারের বিকল্প ভাবনায় বিএনপির ঘোষিত দফাসমূহ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করাই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

কর্মসূচির উদ্যোক্তা ছিলেন কুড়িগ্রাম জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ও নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজিজুল হক। তাঁর উদ্যোগেই ভুরুঙ্গামারী উপজেলা যুবদল এই কার্যক্রম হাতে নেয়।

লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিমুল হক সরকার (রাজু), যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন সোহাগসহ স্থানীয় যুবদলের নেতাকর্মীরা।

আজিজুল হক বলেন, দেশে চলমান রাজনৈতিক সংকট, সুশাসনের অভাব, বিচারহীনতা, প্রশাসনের দলীয়করণসহ নানা ইস্যুতে জনগণের মধ্যে হতাশা বিরাজ করছে। এসব সমস্যা থেকে উত্তরণের জন্য তারেক রহমান যে ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছেন, তা দেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। আমরা শান্তিপূর্ণভাবে সাধারণ মানুষের হাতে এসব দফা তুলে দিচ্ছি, যাতে তারা নিজেরাই বুঝে নিতে পারে আমাদের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো কেমন হতে পারে।

তিনি আরও বলেন, আমরা চাই, মানুষ জানুক- বিএনপি কেবল সরকার পরিবর্তনের রাজনীতি করছে না, বরং রাষ্ট্র কাঠামোকে জনগণের জন্য কার্যকর ও জবাবদিহিমূলক করার একটা রূপরেখাও দিয়েছে। যুবদল নেতারা জানান, ভবিষ্যতে উপজেলার বিভিন্ন ইউনিয়নেও একইভাবে এই লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালিত হবে। তারা বলেন, তরুণ সমাজের মধ্যে এ দফাগুলো বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরা হবে, কারণ তারাই ভবিষ্যতের রাষ্ট্র নির্মাণে মুখ্য ভূমিকা পালন করবে

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com