সরকারি নীতি তোয়াক্কা না করে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার মোল্লাপারা এবং কানমারিয়া অবাধে চলছে রাতের অন্ধকারে পুকুর খননের কাজ। আবাদি জমিতে পুকুর খনন করে বিল জুরে এখন ফসল না হয়ে হচ্ছে মাছ চাষ। আর ফসলের জমি হয়ে যাচ্ছে সংকুচিত। বলার কেউ নাই দেখারো যেন নাই কেউ।
আর সারারাত মাটি কেটে রাস্তার অবস্থা বেহাল, একটু বৃষ্টি হলেই রাস্তা যেন হয়ে দারাচ্ছে মৃত্যু ফাদ।আর এই কথাটাই তাদের বলবে কে?
যখন এই কথাটাই তাদের বলতে যাই এবং ছবি তুলতে যাই তখন তাদের কথা এমন “যান ছবি তুলে কি করবেন কতজনই তো তুলে কিছু হয় না প্রশাসনই কিছু করে না আর আপনারা কি করবেন।” তাহলে এগুলা দেখে বুঝেও কি প্রশাসন নিরব? নাকি দেখছেই না তারা এটা? আর যারা এই কাজ সমূহ করছে তারাইবা কিভাবে এতো শক্তি নিয়ে কথা বলে। সাধারণ মানুষ যেখানে শুধুই নীরব দর্শক।