লক্ষ্মীপুরের রায়পুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রিশন এন্টারপেনরশিপ এন্ড রেসিলিশনস ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পি এফ এস কৃষকদের উদ্বুদ্ধ করণ ও কৃষি কাজে সচেতনার লক্ষে দিনব্যাপী ব্যতিক্রমধর্মি এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২০ মে ২০২৫ (মঙ্গলবার) রায়পুর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে। কৃষি অফিসার মো:মাজেদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মো: ইমরান খান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন,লক্ষ্মীপুর ও রায়পুর উপজেলার কৃষি অধিদপ্তরের কর্মকর্তাগণ,ও কৃষক এবং কৃষাণী, সহ বিভিন্ন রাজনৈতিক দলীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াবৃন্দ উপস্থিত ছিলেন।