লক্ষ্মীপুরে বাংলা ১৪৩২ নববর্ষ উদযাপন ও আনন্দ উৎসব পালন।অনুষ্ঠানটি শুরু হয় উপজেলা ইউ নো অফিসারের কার্যালয় থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত আনন্দ উৎসব মুখর গ্রামীণ পরিবেশে শোভাযাত্রা পালন করেন । এই সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার,সদর উপজেলা ইউ নো জামসেদ আলম রানা ও জেলা পুলিশ সুপার মো: আকতার হোসেন এবং বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ জেলা ঐক্য,পরিষদের সভাপতি, বাবু শঙ্কর মজুমদার ও সাধারন সম্পাদক এড.ভোকেট বাবু মিলন মন্ডল সহ জেলা পূজা পরিষদের সভাপতি বাবু স্বপ্ন দেব নাথ । এছাড়াও ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয় ও লক্ষ্মীপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজ সহ অনেক প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ। এই সময় দেখা গেছে বিভিন্ন ধরনের কারু শিল্পকলা ,কৃষক,পালকি বিভিন্ন ধরনের কুলার সাজ ও মাছ,বাগ ইত্যাদি সাজে সাজিয়ে তুলেছে ।এছাড়াও দেখা গেছে লাঠি হাতে নিয়ে গ্রামীণ নিত্য। এই সময় জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক অবিচ্ছেদ্য অঙ্গ বাংলা নববর্ষ।গ্রামীণ লোকচার শহরের নাগরিক সংস্কৃতি থেকে শুরু করে আমাদের প্রাপ্তহিক জীবনে প্রতিটি ক্ষেত্রে বাংলা নববর্ষ একটি ইতিবাচক ভূমিকা রয়েছে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল কে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে।জেলা পুলিশ সুপার মো: আকতার হোসেন বলেন আমরা সবাই মিলে উদযাপন করছি বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য ও সাংস্কৃতিক অংশ ।বাংলা নববর্ষ আমাদের ভাভ্রিত্ত্ব ও সম্প্রীতিকে স্মরণ করিয়ে দেয়।এই সময় বলেন নতুন বছরে এই জেলা কীভাবে আরো সুন্দর ভাবে আইনশৃঙ্খলা বৃদ্ধি এবং সারা বছর যেন সাধারন মানুষ সুন্দর বসবাস করতে পারে ,সেই জন্য আইনশৃঙ্খলা কঠোর নজরদারি ও গোয়েন্দা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এবং জেলা বাসিকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে।