লাখাই উপজেলার ৬ নং বুল্লা ইউনিয়নের পূর্ব বুল্লা গ্রামের খাল দখল করে এই গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার পুত্র প্রভাবশালী মোঃ শাহজাহান মিয়া ঘর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব বুল্লা গ্রামের মাঝখানে অবস্থিত খালটি দখল করে পূর্ব বুল্লা গ্রামের মোঃ শাহজাহান মিয়া কয়েক বছর আগে পাঁকা বাড়ি নির্মাণ করে। উক্ত খাল দিয়ে পার্শ্ববর্তী পূর্ব সিংহগ্রামের এবং পূর্ব বুল্লা গ্রামের বৃষ্টির পানি নিষ্কাশন হয়ে থাকে।এই সরকারী খালের প্রায় অর্ধেক অংশ শাহজান মিয়ার দখলে নিয়া জোরপূর্বক ভাবে একটি পাঁকা ঘর নির্মাণ করিয়া দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে । যাহার ফলে পানি নিষ্কাশনের ব্যাঘাত ঘটে আসছে। ইদানিং মোঃ শাহজান মিয়া পূনরায় উক্ত খালের প্রায় অর্ধেক অংশ জোরপূর্বক অবৈধভাবে তাহার দখলে নিয়া তাহাতে পাঁকা দেয়াল ঘর বানানোর জন্য পাঁকা বাউন্ডারী দেয়াল নির্মান করিতেছে। উপরোক্ত বিষয়ের প্রেক্ষিতে সরজমিনে সঠিক তদন্ত করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন পূর্ব বুল্লা গ্রামের মোহাম্মদ আলী মোহন। অভিযোগের পর তদন্ত দায়িত্ব দেন বুল্লাবাজারে তহশীল অফিসের তহশীলদার আব্দুল কাইয়ুমকে।
এ ব্যাপারে আব্দুল তহশিলদার আব্দুল কাইয়ুমের সাথে যোগাযোগ করলে তিনি বললেন, আমরা সেখানে গিয়ে সরজমিনে দেখে এসেছি, আমার কাছে মনে হয়েছে সরকারি খালটিতে শাহজাহানের পাশাপাশি আরও ২/৩ টা বাউন্ডারি বা ঘর নির্মাণ হয়েছে। এ বিষয়টা ম্যাপ নিয়ে সঠিকভাবে যাচাই-বাছাই করা হবে।এ ব্যাপারে তালিকা তৈরি করে আমি লিখিত নোটিশ করব। এবং পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সেখানে আমাদের তদন্ত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান। এবং শাহজাহান মিয়ার নির্মাণ কাজ আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে।