ফেনী শহরের লালপোল বেদে পল্লীতে হামলার ঘটনায় কালিদহ ইউনিয়ন এর শ্রমিক দলের সভাপতি সাহাব উদ্দিন কে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার কালিদহ ইউনিয়নের পশ্চিম ছিলোনিয়ায় অভিযান চালিয়ে সাহাব উদ্দিন কে আটক করা হয়।আটকের বিষয়ে টি সেনাবাহিনীর দায়িত্বশীল সুএ নিশ্চিত করছে।এর আগে ২৮ জুন রাতে মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে লালপোলে র বেদে পল্লীতে হামলা করে সাহাব উদ্দিনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দল।এ নিয়ে সাহাব উদ্দিন কে প্রধান আসামি করে ৮ জনের নামে ফেনী মডেল থানায় দায়ের করা হয়।বেদে পল্লীতে মাদকের কারবার নিয়ে দৈনিক দেশ বুলেটিন পএিকা তথ্যবহুল সংবাদ প্রকাশ করে।