লালমনিরহাট জেলা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনাকালে,২দিনে পৃথক অভিযানে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ০৩ কেজি গাঁজা’সহ ০৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ মে) লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, জেলা গোয়েন্দা শাখা, লালমনিরহাট কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার, ০৬ নং ভাদাই ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের কিসামত চন্দ্রপুর গ্রামে, রেল লাইন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে, স্থানীয় চিহ্নিত মাদক কারবারি মোঃ আশরাফুল হক এর বাড়ীর ভিতর থেকে মোঃ আশরাফুল হক (২৮),ও মোছাঃ শান্তা আক্তার (২৩) কে গ্রেফতারসহ তল্লাশিকালে ৮৫ (পঁচাশি) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এবং রবিবার (২৫ মে) লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানা কর্তৃক মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে হাতীবান্ধা উপজেলার দইখাওয়া এলাকায় “দইখাওয়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ” এর সামনে পাকা রাস্তার উপর হতে ১।মোছাঃ হামিদা বেগম (৫৫), ২।মোছাঃ হামিদা বেগম (৪৭), ৩। মোছাঃ আছিয়া (৫০)-গনদেরকে গ্রেফতারসহ ৩ (তিন) কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সকল আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অবশেষে সূযোগ্য পুলিশ সুপার মহোদয়ের শ্লোগান ঃ মাদককে না বলুন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন, পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন।