লালমনিরহাট থানা পুলিশের অভিযানে জুয়া খেলা অবস্থায় জুয়ার সরঞ্জামাদিসহ ০৩ জুন জুয়াড়ি গ্রেফতার।
পুলিশ সুপার লালমনিরহাট মহোদয় এর দিক নির্দেশনায় লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওমর ফারুক এর নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট থানা পুলিশের অভিযান টিম ০৩নং মহেন্দ্রনগর ইউনিয়নের মকড়া ঢঢগাছ এলাকার ঠাকুরের মাল্লি নামক স্থানে টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় ০৩ জন জুয়াড়িকে আটক করে।
আটককৃতরা হলেন ১. শ্রী নয়ন চন্দ্র(৪০), পিতা- গোকুল চন্দ্র, সাং- মকড়া ঢঢগাছ, ২. মোঃ কালাম হোসেন(৫০), পিতা- মৃত কাশেম আলী, সাং- তিনদিঘী মাঝা পাড়া, ৩. মোঃ সাইদুল ইসলাম, পিতা- মৃত কাছিমুদ্দিন, সাং- কিসামত ঢঢগাছ, সকলের থানা ও জেলা- লালমনিরহাট। এসময় জুয়া খেলার সরঞ্জামাদি তাস এবং নগদ টাকা জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে প্রসিকিউশন দাখিল করতঃ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।