২১মে বুধবার রাত সাড়ে ১১টার দিকে রাতের অন্ধকারে, লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ১১ জনকে অবৈধ ভাবে জোর করে, বাংলাদেশে ঠেলে দিয়েছেন (পুশইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর মধ্যে ৭ জন নারী ও চার শিশু রয়েছে। পাটগ্রামের, রহমতপুর গাটিয়ার ভিটা সীমান্ত দিয়ে এদের পুশইন করা হয়। বিজিবির (পাটগ্রামের) ধবলসুতী ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মতিন।এ ঘটনার সত্যতা স্বীকার করে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গাটিয়ারভিটা সীমান্ত দিয়ে পুশইন হয়ে বাংলাদেশের অংশে ঢোকার পর তারা পায়ে হেঁটে পাটগ্রামের দিকে যেতে শুরু করেন। স্থানীয় নতুন বাজারে পৌঁছালে বাজারের লোকজনের সন্দেহ হলে তাদের আটক করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে ভারত থেকে পাঠানো হয়েছে বলে তারা স্বীকার করেন। পরে বিজিবিকে খবর দেন স্থানীয়রা (বর্ডার গার্ড বাংলাদেশ) বিজিবি র নিকটবর্তি ক্যাম্পে খবর দিলে, বিজিবি সদস্যরা তাদেরকে ক্যাম্পে নিয়ে যায়। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘এ বিষয়ে মাঠপর্যায়ে পুলিশ কাজ করছে। পুরোপুরি তদন্তের পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।’