লোকায়ন জীবন বৈচিত্র্য যাদুঘর, পূর্ব আঁকচা, ঠাকূরগাঁও এর যাদূঘর চত্বরে জুলাই পুণজাগরণ ও তারুণ্যের চেতনাকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে যাদুঘর চত্বরে একটি বৃক্ষগ্যালারী তৈরীর উদ্দেশ্যে প্রথম বৃক্ষরোপণ করলেন নদী ও পরিবেশ বিষয়ক সংগঠক, লেখক, গবেষক এবং অধ্যাপক, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর ড. তুহিন ওয়াদুদ মহোদয় এবং যাদুঘরের চেয়ারম্যান ও ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান । এসময় বাংলাদেশ সমাজকর্মী মো: মশিউর রহমান, বেরোবি, রংপূরের প্রভাষক (বাংলা) জনাব মো: খাইরুল ইসলাম এবং ইএসডিও’র বিভিন্ন পর্যায়ের উন্নয়ন কর্মীগণ উপস্থিত ছিলেন। এসময় তিনি বলেন বাংলাদেশের সকল প্রকারের বৃক্ষ এই গ্যালারীতে লাগানো হবে, যা দেশের এবং বিদেশী অনেক পর্যটক এই গ্যালারী পরিদর্শন করে বৃক্ষ বিষয়ে ধারণা অর্জন করবেন।