চট্টগ্রামের লোহাগাড়ায় জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন’র শুভ উদ্বোধনী অনুষ্ঠান ১২ অক্টোবর সকালে দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ইকবাল হোসাইন’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো:সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক কমিটির সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম,দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস ছালাম প্রমুখ। প্রধান অতিথি বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য ভালো থাকলে যেকোন কাজ ভালোভাবে সম্পন্ন করা যায়। তাই স্বাস্থ্য ভালো রাখার জন্য সময়মত প্রত্যেকের প্রয়োজনীয় টিকা নেওয়া উচিত। তিনি ৯ থেকে ১৫ বছরের শিশুদের জন্য বিনামূল্যে টাইফয়েড টিকা ব্যবস্থা করার জন্য সরকারকে ধন্যবাদ জানান।