চট্টগ্রামের লোহাগাড়ায় বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, লোহাগাড়া উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে আসন্ন শারদীয় দুর্গাপূজা নিয়ে ৩১ আগস্ট (রবিবার) বিকালে লোহাগাড়া উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম’র সাথে তাঁর কার্যালয়ে এবং সন্ধ্যায় অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান,’র সাথে তাঁর বাসভবনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম বলেন -” এ লোহাগাড়ায় আগে যেভাবে দূর্গাপূজা উদযাপিত হতো,তার চেয়ে আরো মহা সমারোহে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দূর্গাপুজা উদযাপন করবো। এখানে কোন গ্রুপিংয়ের স্থান হবে না। অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন – “গতবছর দূর্গা পূজা আরম্ভ হবার কয়েক দিন আগেই আমি লোহাগাড়া থানায় যোগদান করি এবং আপনাদের সাথে পূজা মন্ডপ পরিদর্শনে গিয়ে আমার খুব ভালো লেগেছিল, এবার ওন যথাসম্ভব আপনাদের সাথে সব পূজা মন্ডপ পরিদর্শন করবো। মতবিনিময় কালে পুজা উদযাপন পরিষদের সিনিয়র সদস্য সুমন মজুমদার হিরো বলেন-“এ লোহাগাড়া সম্প্রীতির জায়গা, এখানে দ্বিধাবিভক্তির স্থান নেয়। এখনই উপযুক্ত সময় সবাই মিলে একত্র হয়ে কাজ করার।”পূজা পরিষদ সভাপতি মৃণাল দাশ (মিলন মেম্বার) বলেন-“আমাদের মূল লক্ষ্য হলো সুন্দর ও সুচারুরুপে পূজা উদযাপন করা।” এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-লোহাগাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা প্রসেনজিত পাল,শিবপদ চৌধুরী, শিক্ষক অসীম কুমার দাশ,সহ-সভাপতি নরেন দাশ,শিক্ষক খোকন কান্তি নাথ,সাধারণ সম্পাদক অধ্যাপক বাবলু শংকর নাথ,যুগ্ম সাধারণ সম্পাদক কাঞ্চন আচার্য্য,অর্থ সম্পাদক অধ্যাপক অনুপ দাশগুপ্ত, সহ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক খোকন সুশীল,সহ প্রচার সম্পাদক বাবলু কান্তি হাজারী,সহ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক রিটন সুশীল, পুজা বিষয়ক সম্পাদক ডাঃ সুকুমার নাথ,নির্বাহী সদস্য রবিশংকর দাশ,রনজিত দাশ নটু,সুধীর রঞ্জন নাথ,যীশু দাশ, বিশ্বজিত চৌধুরী,তপু দাশ ও পুলক মজুমদার প্রমুখ।