বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে শরীয়তপুর জেলা সখিপুর থানা উত্তর তার বোনিয়া আব্বাস আলী সদস্য উচ্চ বিদ্যালয় অধ্যাপক ডক্টর মাহমুদ হোসেন বকাউর এর নেতৃত্বে ১৩ থেকে ১৪ জন ডাক্তার ফ্রি চিকিৎসা দেন এর ভিতরে নাক কান গলা শিশু বিশেষজ্ঞ অর্থোপেডিক কিডনি ও হার্ট বিশেষজ্ঞ ডাক্তার বসেছেন আজ ২৩ শে মে 2025 রোজ শুক্রবার মেডিকেল ক্যাম্প চলে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত এতে চরাঞ্চলের অনেক দরিদ্র অসহায় অনেক রোগী ডাক্তার দেখান স্বতঃস্ফূর্তভাবে সবাই আনন্দ উল্লাস করে ডাক্তার দেখান কিন্তু এখানে কোন পুলিশ আনসার ভলেন্টিয়ার কিছুই লাগেনি কারণ যার যার দায়িত্ব শেষই পালন করে দৃশ্যটির দেখে অনেক আনন্দ ও সুন্দর লাগলো আলহামদুলিল্লাহ তোর অঞ্চলের লোক এত সুন্দর এত নম্র ভদ্র হতে পারে কখনো ভাবতে পারিনি সবাই অধ্যাপক ডাক্তার মাহামুদ হাসান বকাউলকে মন প্রাণ উজার করে দোয়া করে গেলেন এই ফ্রি ক্যাম্পে মেডিসিন ফ্রি দেওয়া হয়