মাগুরা জেলার শালিখা উপজেলার কাটিগ্রাম মাদরাসা সংলগ্ন পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৫০ হাজার টাকার মাছ নিধনের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত পুকুরটির মালিক স্থানীয় কৃষক শেখ বদিয়ার রহমানের পুত্র মাসুদ শেখ। গত রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুদ শেখ দীর্ঘদিন ধরে তার পুকুরে দেশীয় ও বিদেশি প্রজাতির বিভিন্ন মাছ চাষ করে আসছিলেন। আজ সন্ধায় পুকুরের পানি অস্বাভাবিক দুর্গন্ধ ছড়াতে থাকে। পরে স্থানীয়দের খবর পেয়ে মাসুদ পুকুরে এসে দেখেন, পুকুরের প্রায় সব মাছ মরে পানিতে ভেসে উঠেছে। ক্ষোভ প্রকাশ করে মাসুদ শেখ বলেন, “এটা শুধু অর্থনৈতিক ক্ষতিই নয়, এটি আমার শ্রমের অপচয়। যারা এই কাজ করেছে তারা একজন মৎস্যচাষির জীবিকার উপর নির্মম আঘাত হেনেছে।” এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। মাসুদ শেখ বিষয়টি লিখিতভাবে স্থানীয় প্রশাসন ও থানা কর্তৃপক্ষকে অবহিত করেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল এ ঘটনায় জড়িতদের দ্রত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।