ঘটনাটি ঘটে চাঁদপুর জেলার শাহারাস্তির কালিবাড়িতে বিকেল ৫টায় উপজেলার মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে, খবরে জানা যায় গত কাল ১৫ জানুয়ারী দুপুর ১২ টার দিকে উপজেলার হাঁড়িয়া গ্রামের বাসিন্দা আলমের স্ত্রী মেসাম্মৎ ফারজানা বেগম (২৪) প্রসব বেদনা নিয়ে উপজেলার কালিবাড়িতে মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হোন,
কর্তব্যরত ডাক্তার রুটিন অনুযায়ি পরিক্ষা নিরিক্ষা করে তাকে ভর্তি করান, বিকেল সাড়ে চারটার দিকে ফারজানাকে সিজার করানোর জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়, সন্ধা সোয়া চয়টার দিকে রুগির অবস্থা খারাফ হলে কর্তব্যরত ডা. ফারজানাকে কুমিল্লা বিশেষায়িত হাসপাতালে রেপার করলে পথেই রুগির অকাল মৃত্যু হয়।
এতে ফারজানার স্বামি আলম ও তার ভাই অভিযোগ করে বলেন এখানে ডাক্তারদের ভুল চিকিৎশার কারনেই ফারজানার মৃত্যু হয়েছে, তারা তদন্ত সাপেক্ষে এর সুস্থ বিচার দাবি করছেন, পুর্বেও এই মা ও শিশু সাস্থ্য কেন্দ্রের রেকর্ড ভালো নয় বলে অভিযোগ রুগির স্বামি আলমের, তারা অনতি বিলম্বে এই সাস্থ্য কেন্দ্র বন্ধের দাবি জানান, শেষ খবর পাওয়া পর্যন্ত উক্ত বিষয়ে সংস্লিষ্ট থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন রুগির স্বজনরা।